Flying Snake: সাপ ঘণ্টায় কত কিমি উড়তে পারে জানেন, আর ওড়েই বা কীভাবে জানেন কি

Last Updated:
Flying Snake: সাপ শুনলেই শিউরে ওঠেন, তার মধ্যে আবার উড়ন্ত সাপ! কী করে ওড়ে সাপ, কত, গতিতে উড়ে শুনলে হবেন আতঙ্কিত
1/10
:  ফ্লাইং স্নেককে Chrysopelea বলে৷ সাপ শব্দ শুনলেই সাধারণ মানুষের মনে ভয়ের উদ্রেক হয়৷ আর সেই সাপ যদি ওড়ে তাহলে তো আর কথাই নেই৷ হাত-পা সিঁটিয়ে আতঙ্কে বসে থাকতে হয়৷ তারমধ্যে আপনার ভয় বাড়ার আরও কারণ থাকবে কারণ সব ফ্লাইং স্নেক বা উড়ন্ত সাপ নির্বিষ হয় না৷
:  ফ্লাইং স্নেককে Chrysopelea বলে৷ সাপ শব্দ শুনলেই সাধারণ মানুষের মনে ভয়ের উদ্রেক হয়৷ আর সেই সাপ যদি ওড়ে তাহলে তো আর কথাই নেই৷ হাত-পা সিঁটিয়ে আতঙ্কে বসে থাকতে হয়৷ তারমধ্যে আপনার ভয় বাড়ার আরও কারণ থাকবে কারণ সব ফ্লাইং স্নেক বা উড়ন্ত সাপ নির্বিষ হয় না৷
advertisement
2/10
রিসার্চ অনুসারে বেশ কিছু উড়ন্ত সাপে মাঝারি মানের বিষ থাকে৷ এই সাপ আকার আকৃতিতেও বেশ খানিকটা বড়ই হয়৷  সবচেয়ে ছোট এই সাপগুলি ২ ফিট পর্যন্ত হয়৷ 
রিসার্চ অনুসারে বেশ কিছু উড়ন্ত সাপে মাঝারি মানের বিষ থাকে৷ এই সাপ আকার আকৃতিতেও বেশ খানিকটা বড়ই হয়৷  সবচেয়ে ছোট এই সাপগুলি ২ ফিট পর্যন্ত হয়৷
advertisement
3/10
তবে উড়ন্ত সাপ কি সত্যিই আসলে ওড়ে? রিসার্চ বলছে উড়ন্ত সাপ ২৫ মাইল/ ঘণ্টা অর্থাৎ ঘণ্টায় ৪০ কিমি-রও বেশি বেগে উড়ে যায়৷  তাদের ফ্লাইট সাধারণত মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তারা গাছের উপরিভাগ  থেকে ১০০ মিটার (৩০০ ফিট) পর্যন্ত এক একবারে গ্লাইড করতে পারে৷
তবে উড়ন্ত সাপ কি সত্যিই আসলে ওড়ে? রিসার্চ বলছে উড়ন্ত সাপ ২৫ মাইল/ ঘণ্টা অর্থাৎ ঘণ্টায় ৪০ কিমি-রও বেশি বেগে উড়ে যায়৷  তাদের ফ্লাইট সাধারণত মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তারা গাছের উপরিভাগ  থেকে ১০০ মিটার (৩০০ ফিট) পর্যন্ত এক একবারে গ্লাইড করতে পারে৷
advertisement
4/10
একটি শাখার শেষের দিকে থেকে ঝুঁকিয়ে দেয় নিজেদের শরীরকে, তারপর জে আকৃতিতে ঝুলে থাকে এবং তাদের শরীরে নীচের অর্ধেককে ঝুলিয়ে ওপর দিক থেকে ধাক্কা মারে৷
একটি শাখার শেষের দিকে থেকে ঝুঁকিয়ে দেয় নিজেদের শরীরকে, তারপর জে আকৃতিতে ঝুলে থাকে এবং তাদের শরীরে নীচের অর্ধেককে ঝুলিয়ে ওপর দিক থেকে ধাক্কা মারে৷
advertisement
5/10
তবে বিজ্ঞানের নিয়ম অনুসারে এদের এই মুভমেন্টকে উড়তে পারা না বলে বরং আকাশে গ্লাইড করা বলা হলে অনেক বেশি কার্যকরী হয়৷ এরা অনেকটা দূর শরীর ছুঁড়ে দিতে পারে৷ একে এক বার গ্লাইড করে ১০০ মিটার পর্যন্ত শরীর ছুঁড়ে দিতে পারে৷ তারা নিজেদের ভেন্ট্রাল স্কেলকে টেনে শরীরকে কনকেভ শেপে পরিণত করে, তারপর প্যারাশ্যুটের মতো সেটিকে উড়িয়ে দেয়৷
তবে বিজ্ঞানের নিয়ম অনুসারে এদের এই মুভমেন্টকে উড়তে পারা না বলে বরং আকাশে গ্লাইড করা বলা হলে অনেক বেশি কার্যকরী হয়৷ এরা অনেকটা দূর শরীর ছুঁড়ে দিতে পারে৷ একে এক বার গ্লাইড করে ১০০ মিটার পর্যন্ত শরীর ছুঁড়ে দিতে পারে৷ তারা নিজেদের ভেন্ট্রাল স্কেলকে টেনে শরীরকে কনকেভ শেপে পরিণত করে, তারপর প্যারাশ্যুটের মতো সেটিকে উড়িয়ে দেয়৷
advertisement
6/10
নিজেদের পাঁজরকে ব্যবহার করে এরা নিজেদের শরীরকে স্ট্রেচ করে তারপর গোটা শরীরকে ফ্ল্যাট স্ট্রিপে পরিণত করে নেয়৷  
নিজেদের পাঁজরকে ব্যবহার করে এরা নিজেদের শরীরকে স্ট্রেচ করে তারপর গোটা শরীরকে ফ্ল্যাট স্ট্রিপে পরিণত করে নেয়৷
advertisement
7/10
নিজেদের শরীরকে এক সাইড থেকে অন্য সাইডে টেনে টেনে নিয়ে যায় যা গ্লাইডের সময় দ্রুত বেশি অংশ পেরিয়ে যেতে সাহায্য করে৷ পাশাপাশি শরীরের ব্যালান্স রক্ষাতেও সহায়তা করে৷
নিজেদের শরীরকে এক সাইড থেকে অন্য সাইডে টেনে টেনে নিয়ে যায় যা গ্লাইডের সময় দ্রুত বেশি অংশ পেরিয়ে যেতে সাহায্য করে৷ পাশাপাশি শরীরের ব্যালান্স রক্ষাতেও সহায়তা করে৷
advertisement
8/10
শরীরকে কনকেভ শেপে পরিণত করে প্যারাশ্যুটের মতো পরিণত করে যা বায়ুর ফ্লোয়ের উল্টো দিকে গিয়ে শরীরকে অনেকটা দূরে ছিটকে দেয়৷
শরীরকে কনকেভ শেপে পরিণত করে প্যারাশ্যুটের মতো পরিণত করে যা বায়ুর ফ্লোয়ের উল্টো দিকে গিয়ে শরীরকে অনেকটা দূরে ছিটকে দেয়৷
advertisement
9/10
ভারতীয় ফ্লাইং সাপের একটি বিশেষ প্যাটার্নের হয়৷ অনেক ক্ষেত্রেই কালো ও সবুজ রঙের হয় এবং অরেঞ্জ স্পট থাকে৷
ভারতীয় ফ্লাইং সাপের একটি বিশেষ প্যাটার্নের হয়৷ অনেক ক্ষেত্রেই কালো ও সবুজ রঙের হয় এবং অরেঞ্জ স্পট থাকে৷
advertisement
10/10
এই সাপ একসঙ্গে ১২ টি ডিম পাড়তে পারে৷ এরা গাছের ফাঁকে কিম্বা গর্তে প্রবেশ করে যায়৷ এটি পশ্চিমঘাটে , কিছুটা অংশে পূর্বঘাটে এবং উত্তর পূর্ব ভারতে দেখা যায়৷
এই সাপ একসঙ্গে ১২ টি ডিম পাড়তে পারে৷ এরা গাছের ফাঁকে কিম্বা গর্তে প্রবেশ করে যায়৷ এটি পশ্চিমঘাটে , কিছুটা অংশে পূর্বঘাটে এবং উত্তর পূর্ব ভারতে দেখা যায়৷
advertisement
advertisement
advertisement