এক খণ্ড ইতিহাস, তাতেই শশাঙ্ক থেকে নবাবী আমলের মুদ্রা প্রদর্শনী! চোখ ধাঁধিয়ে যাবে দেখলেই...

Last Updated:

মুর্শিদাবাদের বহরমপুরে ওয়াইএমএ মাঠে নবাবী আমলের মুদ্রা সহ বিভিন্ন স্বর্ণমুদ্রার প্রদর্শনী হয়। মৌর্য, গুপ্ত, মোগল ও ব্রিটিশ যুগের মুদ্রা প্রদর্শিত হয়।

+
স্বর্ণমুদ্রা 

স্বর্ণমুদ্রা 

মুর্শিদাবাদ: নবাবী আমলের মুদ্রা-সহ বিভিন্ন স্বর্ণমুদ্রা প্রদর্শনীর আয়োজন করা হল বহরমপুরের ওয়াইএমএ মাঠে। মৌর্য যুগ থেকে গুপ্ত যুগ, মোগল যুগ এমনকি মুর্শিদাবাদ জেলার নবাবী আমলের মুদ্রা থেকে ব্রিটিশ রাজত্ব কালের মুদ্রা প্রদর্শনী করা হয়েছে। পাশাপাশি, শশাঙ্কের আমলের সোনার মুদ্রাও প্রদর্শনী হিসেবে রাখা হয়। মুদ্রা প্রদর্শনী দেখতে বহু স্কুলের ছাত্র ও ছাত্রীরা উপস্থিত হয়েছিলেন।
advertisement
ভারতের প্রথম থেকে আধুনিক সহ ২০২৫ সাল পর্যন্ত যত মুদ্রা রয়েছে, প্রত্যেকটির আসল মুদ্রা এই প্রদর্শনীতে দেখানো হয়েছে ৷ মনোমুগ্ধকর তথ্য পরিবেশনের মাধ্যমে ঐতিহাসিক তাৎপর্য এবং সাংস্কৃতিক বিবর্তনের গল্প তুলে ধরা হয় এখানে ৷ প্রতিটি মুদ্রার উত্তরাধিকার ও ইতিহাস তুলে ধরা হয়েছে ৷ মোট আটজন বিশেষজ্ঞ আছেন এই মুদ্রা প্রদর্শনীতে।
advertisement
আয়োজকরা জানান, এই উৎসবে ছিল রাজা শশাঙ্কের প্রচলন করা মুদ্রাও ৷ ইতিহাস বলছে, রাজা শশাঙ্ক বা শশাঙ্কদেব ছিলেন বাংলা অঞ্চলের একীভূত রাষ্ট্রের প্রথম স্বাধীন রাজা । রাজা শশাঙ্ককে গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। রাজা শশাঙ্কও বাংলার ইতিহাসের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। সেই রাজা শশাঙ্কর ৬০০ সিই ও ৬২৬ সিই-র মধ্যে সোনার দিনার চালু করেছিলেন। যার ওজন ছিল প্রায় ৮.৯৪ গ্রাম।
advertisement
এই মুদ্রার একদিকে লেখা আছে ‘শিব নিম্বতে’ ৷ সেখানে শিব উপবিষ্ট ডানদিকে মুখ করে শুয়ে থাকা ষাঁড়ের ওপর হেলান দিয়ে ৷ আর বামদিকে রয়েছে চাঁদ । এছাড়াও আছে সিরাজউদ্দৌলার আমলের মুদ্রাও। এই মুদ্রার উল্টোদিকে ‘অভিষেক লক্ষ্মী নিম্বতে’ লেখা ৷ ব্রহ্মী কিংবদন্তি শ্রী শশাঙ্কের সঙ্গে পদ্মের উপর আড়াআড়ি পায়ে উপবিষ্ট একটি পদ্ম ধারণ করে রয়েছেন ৷ এই সমস্ত মুদ্রা প্রদর্শনী করা হয়। যা দেখতে ভিড় জমান ইতিহাস প্রেমিরা।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক খণ্ড ইতিহাস, তাতেই শশাঙ্ক থেকে নবাবী আমলের মুদ্রা প্রদর্শনী! চোখ ধাঁধিয়ে যাবে দেখলেই...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement