West Medinipur News: আকাশ থেকে পড়ল ওটা কী! এলিয়ান নয় তো? হুলুস্থুল চন্দ্রকোণায় 

Last Updated:

West Medinipur News: সাত সকালে আকাশ থেকে পড়ল ওটা কী? যার মধ্যে জ্বলছে আবার মিট মিট করে আলো। ঘটনায়া মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়।

+
ইনসেটে

ইনসেটে সেই যন্ত্র 

পশ্চিম মেদিনীপুর: হঠাৎ আকাশ থেকে পড়ল একটি যন্ত্র। আর তাতেই মিটমিট করে জ্বলছে আলো। রবিবার ছুটির দিনে, আকাশ থেকে অজানা যন্ত্র আচমকা পড়ায় রীতিমত হুলুস্থুল পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে। রবিবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকায়। স্বাভাবিকভাবে ভয়ের পরিবেশ তৈরি হয় গোটা এলাকা জুড়ে।
রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মারূপচক এলাকায় একটি স্বয়ংক্রিয় যন্ত্র মাটিতে পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ। শুধু তাই নয়, বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি এবং যন্ত্রটি মাটিতে পড়ে থাকতে দেখে তাঁরা। যন্ত্রটিতে মিটমিট করে জ্বলছে একটি লাইট। স্বাভাবিকভাবে কী যন্ত্র এটি বুঝে উঠতে পারেননি কেউই। যার ফলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরে খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ।
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে এটি রেডিও সোন্ড। এটি একটি ব্যাটারি চালিত টেলিমেট্রি যন্ত্র। যা বেলুনের মাধ্যমে বায়ুমণ্ডলে ঘোরে। শুধু তাই নয় এই যন্ত্রের মাধ্যমে আর্দ্রতা, উচ্চতা, চাপ, বায়ুর গতির দিক এবং ভৌগোলিক অবস্থান গ্রাউন্ড রিসিভারে পাঠায়। এই যন্ত্রটি কোনও একটি ওয়েদার স্টেশন থেকে লঞ্চ করা হয়েছিল।
advertisement
advertisement
তবে কীভাবে তা ভূপৃষ্ঠে পড়ল? কিংবা কোন ওয়েদার স্টেশন থেকে একটি লঞ্চ করা হয়েছিল তা জানা যায়নি। তবে ছুটির দিনের সকাল সকাল অজানা যন্ত্র আকাশ থেকে পড়ে যাওয়ায় চাঞ্চল্য এবং ভয়ের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: আকাশ থেকে পড়ল ওটা কী! এলিয়ান নয় তো? হুলুস্থুল চন্দ্রকোণায় 
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement