Murshidabad News: ঘরের কাছেই গাড়ির রেজিস্ট্রেশন! লাইসেন্স পেতে সদরে যেতে হবে না কান্দির মানুষকে

Last Updated:

র্শিদাবাদের কান্দিতে আনুষ্ঠানিক উদ্বোধন হল আরটিও অফিসের। কান্দির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় একটি আরটিও অফিসের। এত দিন কান্দি মহকুমায় ৫টি ব্লকের মানুষকে মোটর ভেহিকেলসের যে কোন কাজের জন্য যেতে হত বহরমপুরে। এবার সেই সমস্যা থেকে মুক্তি পাবেন কান্দি মহকুমার মানুষ।

+
কান্দি

কান্দি মহকুমা শাসক কার্যালয়ে চালু হল আরটিও অফিস

মুর্শিদাবাদ: এত দিন গাড়ি বা বাইক চালাতে গেলে লাইসেন্স বার করতে যেতে হত জেলার সদর শহর বহরমপুরে। এখন সেই সমস্যার সুরাহা হল কিছুটা। কান্দি মহকুমার বাসিন্দাদের কথা মাথায় রেখেই মহকুমা স্তরে চালু হল আরটিও বা অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ দফতরের অফিস। মুর্শিদাবাদের বহরমপুর ও রঘুনাথগঞ্জে আগেই ছিল আরটিও অফিস। তবে এবার কান্দি মহকুমাতে চালু হওয়ায় আর বহরমপুর বা রঘুনাথগঞ্জে যেতে হবে না কাউকে। বাড়ির কাছেই নম্বর প্লেট সহ পরিবহণ দফতরের সমস্ত কাজ করতে পারবেন স্থানীয়রা, আশা পরিবহণ দফতরের আধিকারিকদের।
ঘরের কাছেই এবার গাড়ির রেজিস্ট্রেশন! খুশি স্থানীয়রানতুন আরটিও অফিস তৈরি হতেই চিন্তামুক্ত সাধারণ মানুষ। কান্দি মহকুমার মুকুটে যুক্ত হল নতুন পালক। মুর্শিদাবাদের কান্দিতে আনুষ্ঠানিক উদ্বোধন হল আরটিও অফিসের। কান্দির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় একটি আরটিও অফিসের। এত দিন কান্দি মহকুমায় ৫টি ব্লকের মানুষকে মোটর ভেহিকেলসের যে কোন কাজের জন্য যেতে হত বহরমপুরে। এবার সেই সমস্যা থেকে মুক্তি পাবেন কান্দি মহকুমার মানুষ।
advertisement
advertisement
অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দীননারায়ন ঘোষ, কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, পরিবহন দফতরের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। কান্দি মহকুমা শাসক কার্যালয়ে এই অফিস চালু হতেই এবার কাজ হবে অতি দ্রুতই। স্বস্তিতে বাইকচালক থেকে গাড়ির চালক সকলেই।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ঘরের কাছেই গাড়ির রেজিস্ট্রেশন! লাইসেন্স পেতে সদরে যেতে হবে না কান্দির মানুষকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement