Home /News /south-bengal /
ভোট শেষেও ভাঙড়ে উদ্ধার বোমা

ভোট শেষেও ভাঙড়ে উদ্ধার বোমা

representative image

representative image

ভোট শেষেও ভাঙড়ে উদ্ধার বোমা

 • Share this:

  #ভাঙড়: পঞ্চায়েত নির্বচান শেষেও ভাঙড়ে মিলল বোমা। পোলেরহাটে গ্রামের রাস্তার ধারে বোমা উদ্ধার করে পুলিশ।

  রাজ্যু জুড়ে সবুজ ঝড়ের মধ্যেইও ভাঙড়ে খাতা খুলতে পেরেছেন বিরোধীরা ৷ যদিও এই জয়ে শেষ রক্ষা হয়নি ৷ শেষ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ঘাসফুলই ৷ কিন্তু তা সত্ত্বেও পাঁচটি গ্রাম পঞ্চায়েতের আসন নিজেদের ঝুলিতে পুরেছেন ভাঙড় জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থীরা। যে আটটির আসনে ভোট হয়েছিল তার মধ্যে বাকি তিনটিতে জিতেছে সবুজ শিবির ৷

  মাছিভাঙা, খামারাইট, টোনা, উড়িয়াপাড়া, ডিবডিবাতে বিজয়ী সেই পাঁচ প্রার্থীকে নিয়ে আজ সকালে ভাঙড়ের মাছিভাঙায় শুরু হয় বিজয় মিছিল ৷যে পাওয়ার গ্রিড প্রকল্প নিয়ে এত জলঘোলা, সেই গ্রিডের সামনে এসেও মিছিল করেন জয়ী প্রার্থীরা  ৷ বিজয় মিছিলে অংশ নেন পিডিএস নেতা সমীর পুততুণ্ড, আইনজীবী ভারতী মুৎসুদ্দি। ছিলেন ভাঙড়ের জমি আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীও। মিছিল মাছিভাঙা থেকে শুরু হয়ে বিভিন্ন গ্রাম ঘোরে।

  আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দিয়ে ভাঙড়ে ৫ আসনে জয়ী জমিরক্ষা কমিটি

  পঞ্চায়েত ভোটের কিছুদিন আগেই জমিরক্ষা কমিটি ও আরাবুল বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় ৷ দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন জমিরক্ষা কমিটির এক সদস্য ৷ এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয় এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামকে ৷ সে সময়ই আটক করা হয়েছিল জমি কমিটিরও বেশ কয়েকজনকে ৷ আজ মিছিলে সেই ধৃতদের মুক্তির দাবি ওঠে জমিরক্ষা বাহিনীর তরফে ৷

   আরও পড়ুন-মহেশতলা বিধানসভার উপনির্বাচন ২৮ মে! পুরোদমে চলছে প্রচারকার্য

  First published:

  Tags: Bengal Election Result 2018, Election Commission, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, TMC, TMC Bengal Election Result, WB Panchayat Election Result, West Bengal Panchayat Election Result, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল, বাংলার নির্বাচনের ফলাফল ২০১৮, বাংলার নির্বাচনের রেজাল্ট

  পরবর্তী খবর