Panchayat Election 2023: কাকদ্বীপেই শেষ নবজোয়ার যাত্রা, পঞ্চায়েতের প্রাক্কালে এক মঞ্চে মমতা-অভিষেক
- Published by:Rachana Majumder
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে রাজ্যের একাধিক জায়গা থেকে অশান্তির অভিযোগ আসছে গত কয়েকদিন ধরেই৷ এই পরিস্থিতিতেই কাকদ্বীপে নবজোয়ারের শেষ সমাবেশ৷ যেখানে একই সঙ্গে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মমতা-অভিষেক।
কাকদ্বীপ: বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নবজোয়ার যাত্রার আজ শেষ দিন। কোচবিহারে শুরু হয়ে কাকদ্বীপে শেষ। তৃণমূলের জনসংযোগ যাত্রায় আজ থাকবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ইংরেজবাজার ও শালবনীতে তিনি যোগ দিয়েছিলেন। ভার্চুয়ালি বক্তব্য রাখেন পাত্রসায়রে।পঞ্চায়েত ভোট ঘোষণার পর আজ একই মঞ্চে মমতা-অভিষেক। দলীয় কর্মীদের কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
আজ দুপুরে কাকদ্বীপে জনসংযোগ যাত্রার শেষ অধিবেশনে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাসের শেষ সপ্তাহে যখন জনসংযোগ যাত্রা শুরু হয়েছিল, তখন ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মালদহের ইংরেজবাজারের সভা হোক বা পশ্চিম মেদিনীপুরের শালবনী- অভিষেক বন্দোপাধ্যায়ের এই কর্মসূচিকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন। এমনকি সিবিআইয়ের ডাকে অভিষেক বন্দোপাধ্যায় বাঁকুড়া থেকে কলকাতা ফেরার দিন, পাত্রসায়রে ভার্চুয়ালি সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে আজ এক মঞ্চে দু’জন।
advertisement
আরও পড়ুনঃ ব্যাপক মারধরের পর আচমকা গুলি…! নির্বাচনী প্রচারে বেরিয়ে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি, ব্যাপক উত্তেজনা
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে রাজ্যের একাধিক জায়গা থেকে অশান্তির অভিযোগ আসছে গত কয়েকদিন ধরেই৷ বিশেষ করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এবং ক্যানিংয়ে৷ এই পরিস্থিতিতেই কাকদ্বীপে নবজোয়ারের শেষ সমাবেশ৷ যেখানে একই সঙ্গে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মমতা-অভিষেক।
advertisement
advertisement
কর্মসূচি শুরুর ঠিক একদিন আগে ট্যুইট করে অভিষেককে অভিনন্দন জানিয়ে উৎসাহ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তিনি লিখেছিলেন, ‘‘তৃণমূল নবজোয়ার হল প্রথম একটি অভিনব রাজনৈতিক প্রয়াস। এই প্রয়াসের জন্য আমি অভিষেক এবং দলের কর্মীদের জনসংযোগ যাত্রা শুরু করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই। এই যাত্রা রাজ্যজুড়ে হবে।’’ রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট। জোর লড়াই চলছে শাসক বনাম বিরোধীদের৷ এই অবস্থায় কর্মসূচির শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা রাখেন সকলের নজর সেই দিকেই৷
advertisement
আবীর ঘোষাল ও সোমরাজ বন্দ্য়োপাধ্য়ায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 8:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023: কাকদ্বীপেই শেষ নবজোয়ার যাত্রা, পঞ্চায়েতের প্রাক্কালে এক মঞ্চে মমতা-অভিষেক