West Bengal Panchayat Election 2023: ব্যাপক মারধরের পর আচমকা গুলি...! নির্বাচনী প্রচারে বেরিয়ে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি, ব্যাপক উত্তেজনা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Panchayat Election 2023: মুর্শিদাবাদে খুন। পঞ্চায়েত নির্বাচনের বলি আরও এক। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের শেষ দিনে রক্ত ঝড়ল মুর্শিদাবাদে।
মুর্শিদাবাদঃ ফের মুর্শিদাবাদে খুন। পঞ্চায়েত নির্বাচনের বলি আরও এক। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের শেষ দিনে রক্ত ঝড়ল মুর্শিদাবাদে। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত হজবিবিডাঙা গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতিকে পিটিয়ে, গুলি করে খুন করে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ।
জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় নবগ্রামের সাহেবনগর অঞ্চলের তৃণমূলের সভাপতি ছিল মোজাম্মেল শেখ (৪০)। বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন মোজাম্মেল।
আরও পড়ুনঃ কাঠবাদাম ভেবে খেয়ে নিল অজানা ফল! মঙ্গলকোটের পঞ্চম শ্রেণির ১০ ছাত্রীর তারপর যা হল…
এ দিন গ্রামের বাসিন্দাদের কাছে গিয়ে নির্বাচনী প্রচারের সময়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। তখনই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, এরপর গুলি করে খুন করা বলে অভিযোগ। ঘটনার জেরে তৃণমূলের এক প্রার্থী মহুবুল্লা শেখের হাত ভেঙেছে, তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
advertisement
বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানার পুলিশ। এরপর পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে আসে।নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল বলেন, “কংগ্রেস ও সিপিআইএম আশ্রিত দুস্কৃতীরা এই খুন করেছে। নবগ্রামে আগে কোনও রাজনৈতিক খুন হয়নি। কংগ্রেসের আশ্রিত দুস্কৃতীরা এই খুন করেছে।” যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 12:28 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Panchayat Election 2023: ব্যাপক মারধরের পর আচমকা গুলি...! নির্বাচনী প্রচারে বেরিয়ে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি, ব্যাপক উত্তেজনা