আশা ছিল জামাইষষ্ঠী, ঝড়বৃষ্টিতে সেই আশাও শেষ! মাছি তাড়াচ্ছে মিষ্টির দোকান
- Published by:Simli Raha
Last Updated:
জামাইষষ্ঠীতে কিছু ব্যবসা হবে এই আশায় বুক বেঁধেছিলেন মিষ্টির দোকানদাররা। কিন্তু তাতেও জল ঢালল এই নিম্নচাপ।
SUJIT BHOWMIK
#মহিষাদল: করোনার কারণে লকডাউন। আর তারমধ্যেই আমফান ের তান্ডব। সঙ্গে আজ ভোর রাত থেকে এক নাগাড়ে চলছে ঝড় জল বজ্রপাত! তাই আজকের জামাইষষ্ঠীর দিনেও পুর্ব মেদিনীপুরের বাজার গুলিতে মিষ্টির দোকানে বেচাকেনা প্রায় নেই বললেই চলে। নিম্নচাপের ফলে বুধবার সন্ধ্যে থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। চলছে লাগাতার। প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের কারণে পুরো নাকাল অবস্থা জেলার মানুষের। করোনা লকডাউনের মধ্যেই আমফান তান্ডবে নাজেহাল অবস্থায় পড়া মানুষজনদের আরও বিপাকে ফেলেছে এই ঝড়বৃষ্টি।
advertisement
ক্ষতির মুখে পড়েও মানুষজন অনাড়ম্বর ভাবেই জামাইষষ্ঠী পালন করতে চেয়েছিলেন। সেজন্য সবথেকে বেশি করে দরকার যে জিনিসটির, সেটি হল মিষ্টি। কিন্তু প্রকৃতি বাধ সাধায় আজকের জামাইষষ্ঠীর বিশেষ দিনেও মিষ্টির দোকানে ক্রেতার দেখা মিলছে না। এক ছবি মহিষাদল, তমলুক থেকে মেছেদা থেকে হলদিয়ায়। করোনা, লকডাউন এবং আমফান ঘূর্ণিঝড়, পরপর দুর্যোগে সকলকেই বিপর্যস্ত করে তুলেছে । যার কারণে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া সহ কোন অনুষ্ঠানই পালন করতে পারেননি মানুষ। তখনই আবার জামাইষষ্ঠীতেও হতাশ হতে হল সবাইকে। লকডাউনে ব্যবসা হচ্ছিল না বাল। জামাইষষ্ঠীতে কিছু ব্যবসা হবে এই আশায় বুক বেঁধেছিলেন মিষ্টির দোকানদাররা। কিন্তু তাতেও জল ঢালল এই নিম্নচাপ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2020 2:23 PM IST