West Medinipur News: প্রায় কুড়ি ঘণ্টার নজরদারি, অবশেষে শহর থেকে জঙ্গলে পাঠানো হল হাতির পালকে

Last Updated:

Elephant Attack: পুলিশ প্রশাসন, দক্ষ হুলা পার্টির সহযোগিতা নিয়ে অবশেষে মঙ্গলবার সন্ধ্যার পর শহর ছাড়া করা হল দলমার দলটিকে। স্বস্তিতে এলাকাবাসী।

+
হুলা

হুলা পার্টি

পশ্চিম মেদিনীপুর: এ যেন পুরো হিন্দি সিনেমার চিত্রনাট্য। হঠাৎ করে দিকভ্রষ্ট হয়ে খড়্গপুর শহরে প্রবেশ করে দলমার দল। পৌঁছে যায় খড়্গপুর সদর হাসপাতালে একদম পাশে। রীতিমত ভয়ে জবুথুবু অবস্থা সৃষ্টি হয় সাধারণ মানুষের।
রাত থেকে হাতির গতিবিধির উপর নজর রাখে বন দফতরের কর্মীরা। অবশেষে সন্ধ্যা নামতেই নির্বিঘ্নে শহর থেকে জঙ্গলে পাঠানো হয় হাতিগুলোকে। সারাদিন ভয় পরিস্থিতি থাকলেও অবশেষে স্বস্তিতে খড়্গপুরের মানুষ। পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে, দক্ষ হুলা পার্টির সাহায্যে বন দফতরের তরফে হাতিগুলোকে ঘিঞ্জি এলাকা থেকে জঙ্গলে পাঠানো হয়। সারাদিন রেল শহর খড়্গপুরে চলে টানটান উত্তেজনা।
advertisement
প্রসঙ্গত মেদিনীপুর ডিভিশন থেকে সোমবার প্রায় রাত্রি ন’টা নাগাদ কংসাবতী নদী পেরিয়ে খড়গপুর ডিভিশনে প্রবেশ করে ৯ থেকে ১০টি হাতির একটি দল। ভোররাত্রি নাগাদ হঠাৎই দিকভ্রষ্ট হয়ে শহরের মধ্যে প্রবেশ করে হাতির এই পালটি। অবস্থান করে খড়গপুর সদর হাসপাতালের পেছনে জঙ্গলে। স্বাভাবিকভাবে শহরের মধ্যে হাতি প্রবেশ করতেই রীতিমত হুলুস্থলু বেঁধে যায় সাধারণ মানুষের মধ্যে। কেউ কেউ আবার অতি সাহস দেখিয়ে হাতি দেখতে ভিড় জমান। তবে প্রশাসনের তরফে হাতির গতিবিধির ওপর নজরদারি রাখা হয়েছিল সেই ভোর থেকেই। অবশেষে মঙ্গলবার সন্ধ্যা নামতেই দক্ষ হুলা পার্টির সহযোগিতা নিয়ে পাঠানো হয় জঙ্গলে।
advertisement
advertisement
বনকর্মী এবং হুলা পার্টির সদস্যদের তৎপরতায় খড়্গপুর শহরের সাউথ সাইড এলাকার সিস্টেম টেকনিক্যাল সংলগ্ন জঙ্গলে অবস্থানকারী একটি হস্তীশাবক সহ ন’টি হাতির এই দলটিকে নির্বিঘ্নে শহরের বাইরে নিয়ে যেতে সক্ষম হয় বন দফতর। মঙ্গলবার সন্ধ্যা থেকেই সিস্টেম টেকনিক্যাল স্কুলের পেছনের জঙ্গল সংলগ্ন রাস্তা দিয়ে, শহরের আরামবাটির রেল লাইন পার করে হীরাডিহির দিকে নিয়ে যাওয়া হয়েছে ওই হাতির দলটিকে। বন দফতর তরফে জানানো হয়েছে, একটি হস্তিশাবক-সহ মোট ৯টি হাতির ওই দলটিকে খড়্গপুর বনবিভাগের ঝটিয়ার গভীরে জঙ্গলে পাঠানো হয়।
advertisement
সকাল থেকে চরম আতঙ্ক থাকলেও অবশেষে স্বস্তিতে রেলশহর খড়গপুর। হাতিকে উত্ত্যক্ত না করা এবং জঙ্গল ও পরিবেশ বাঁচানোর আহ্বান জানানো হয়েছে বনবিভাগের তরফে। তবে খড়্গপুর ডিভিশন জুড়ে অন্যান্য হাতিদের উপর নজরদারি রাখা হয়েছে বন দফতরের তরফে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: প্রায় কুড়ি ঘণ্টার নজরদারি, অবশেষে শহর থেকে জঙ্গলে পাঠানো হল হাতির পালকে
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement