Snake: দেখলেই ভয় লাগবে, নতুন প্রজাতির সাপ আবিষ্কার ভারতের! নাম রাখা হল বিখ্যাত অভিনেতার নামে

Last Updated:
New Snake Spicies Discovered: এবার সাপের আর একটি নতুন প্রজাতির আবিষ্কার হল। এই বিশেষ প্রজাতির সাপ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেছে ভারত।
1/5
সাপ মানেই প্রথমেই মাথায় আসতে পারে ‘এক ছোবলেই ছবি’। তাই হয়তো সাপের প্রতি একটা ভয় সব সময় কাজ করে। কিন্তু বাস্তবে পরিবেশ রক্ষা এবং বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতীকী ছবি।
সাপ মানেই প্রথমেই মাথায় আসতে পারে ‘এক ছোবলেই ছবি’। তাই হয়তো সাপের প্রতি একটা ভয় সব সময় কাজ করে। কিন্তু বাস্তবে পরিবেশ রক্ষা এবং বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতীকী ছবি।
advertisement
2/5
এবার সাপের আর একটি নতুন প্রজাতির আবিষ্কার হল। হিমালয়ে এই বিশেষ প্রজাতির সাপ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেছে ভারত। প্রতীকী ছবি।
এবার সাপের আর একটি নতুন প্রজাতির আবিষ্কার হল। হিমালয়ে এই বিশেষ প্রজাতির সাপ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেছে ভারত। প্রতীকী ছবি।
advertisement
3/5
২০২০ সালে ভারত, জার্মানি এবং ব্রিটেনের বিজ্ঞানীরা মিলে এই নতুন প্রজাতির সাপের হদিস পান। ‘সম্প্রতি সায়ান্টিফিক’ রিপোর্টস নামের এক গবেষণা পত্রে এই নতুন ধরনের সাপ নিয়ে বিস্তারিত প্রকাশিত হয়। (Image: Virender K Bhardwaj)
২০২০ সালে ভারত, জার্মানি এবং ব্রিটেনের বিজ্ঞানীরা মিলে এই নতুন প্রজাতির সাপের হদিস পান। ‘সম্প্রতি সায়ান্টিফিক’ রিপোর্টস নামের এক গবেষণা পত্রে এই নতুন ধরনের সাপ নিয়ে বিস্তারিত প্রকাশিত হয়। (Image: Virender K Bhardwaj)
advertisement
4/5
এই সাপটির নাম অ্যাঙ্গুইকিউলাস ডিক্যাপ্রোই। অর্থাৎ টাইট্যানিক, উলফ অফ দ্য ওয়াল স্ট্রিট, রেভেন্যান্টের মতো ছবিতে অভিনয় করা মহাতারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর নাম নামকরণ করা হয়েছে সাপটির। Image: Representative
এই সাপটির নাম অ্যাঙ্গুইকিউলাস ডিক্যাপ্রোই। অর্থাৎ টাইট্যানিক, উলফ অফ দ্য ওয়াল স্ট্রিট, রেভেন্যান্টের মতো ছবিতে অভিনয় করা মহাতারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর নাম নামকরণ করা হয়েছে সাপটির। Image: Representative

advertisement
5/5
পরিবেশের প্রতি তাঁর অবদানকে স্মরণ করতে এই নাম দেওয়া হয়। অ্যাঙ্গুইকিউলাস ডিক্যাপ্রোই মূলত হিমাচল, উত্তরাখণ্ড এবং নেপালের পাহাড়ি এলাকায় পাওয়া যায়। তবে এই সাপ স্বভাবেও শান্ত এবং নির্বিষ সাপ। প্রতীকী ছবি।
পরিবেশের প্রতি তাঁর অবদানকে স্মরণ করতে এই নাম দেওয়া হয়। অ্যাঙ্গুইকিউলাস ডিক্যাপ্রোই মূলত হিমাচল, উত্তরাখণ্ড এবং নেপালের পাহাড়ি এলাকায় পাওয়া যায়। তবে এই সাপ স্বভাবেও শান্ত এবং নির্বিষ সাপ। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement