পুজোর মুখে পুরুলিয়ায় সামাল সামাল পরিস্থিতি! আতঙ্ক অযোধ্যা পাহাড়তলী এলাকায়, রাতের ঘুম উড়ল বাসিন্দাদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
দোরগোড়ায় দুর্গাপুজো। উৎসবের আনন্দে মেতে উঠেছে পুরুলিয়া জেলাবাসী। আর এই আনন্দের মাঝেই আতঙ্কের চেহারা।
ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দোরগোড়ায় দুর্গাপুজো। উৎসবের আনন্দে মেতে উঠেছে পুরুলিয়া জেলাবাসী। আর এই আনন্দের মাঝেই আতঙ্কের চেহারা। ঝালদা ও মাঠায় হাতির আনাগোনা। আতঙ্ক ছড়িয়েছে অযোধ্যা পাহাড়তলী সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার মাঠার শোনকুপির জঙ্গলে আশ্রয় নেয় একটি দাঁতাল হাতি, অন্যদিকে ঝালদার মহাদেবপুর বনাঞ্চলে ঢুকে পড়ে আরেকটি দাঁতাল।

পুরুলিয়ায় হাতির হানা
advertisement
ঝালদার বন কর্মীরা রাতের অন্ধকারেই হাতিটিকে খামার জঙ্গলের দিকে সরিয়ে দেন। বনকর্মীরা জানিয়েছেন, হাতিগুলির গতিবিধি তাঁদের নজরদারিতেই রয়েছে। এদিকে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে বন দফতরের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। জঙ্গলে যাতে কেউ প্রবেশ না করে তার জন্য অনুরোধ করা হচ্ছে।
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার শোনকুপি গ্রামের এক বাসিন্দা রমেশ মণ্ডল বলেন, তাদের গ্রামে হাতির আতঙ্ক ছড়িয়েছে। সন্ধে থেকে রাত পর্যন্ত হাতির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। ধান জমির ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের। তারা বেশ খানিকটা ভয়ের মধ্যেই দিন কাটাচ্ছেন।হাতির আনাগোনায় স্থানীয়রা আতঙ্কিত। যদিও এখনও পর্যন্ত হাতির আগমনে বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তৎপরতার সঙ্গে নজরদারি চালাচ্ছে বন বিভাগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে পুজোর মুখে এলাকায় হাতির হানায় কেবলমাত্র গ্রামবাসীদের আতঙ্কিত হতে দেখা যাচ্ছে এমন নয়, এর পাশাপাশি এর প্রভাব পড়তে পারে পর্যটন শিল্পের ক্ষেত্রেও বলে আশঙ্কা করছেন অনেকেই। কেননা পর্যটকরা লোকালয়ে হাতি আসার বিষয়টি জানতে পারলে তারাও আতঙ্কিত হতে পারেন। যদিও এখনও পর্যন্ত যেমন হাতিদের আগমনে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি, ঠিক সেই রকমই আবার তৎপরতার সঙ্গে নজরদারি চালাচ্ছে বন দফতর। এমন পরিস্থিতিতে দেখার বিষয় হাতিগুলি লোকাল্য ছেড়ে কখন নিজেদের এলাকায় ফিরে যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 1:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর মুখে পুরুলিয়ায় সামাল সামাল পরিস্থিতি! আতঙ্ক অযোধ্যা পাহাড়তলী এলাকায়, রাতের ঘুম উড়ল বাসিন্দাদের