Jhargram News: হাতির হানায় মৃত্যু! লাখ লাখ টাকার ক্ষতিপূরণ, চাকরি! ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই করে দেখাচ্ছে বন দফতর

Last Updated:

হাতির হানায় মৃত্যু কমছে না, চিন্তায় বাড়ছে বন দফতরের

হাতির হানায় মৃত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
হাতির হানায় মৃত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
ঝাড়গ্রাম: এ যেন কোনও কিছুতেই হাতির হানায় মৃত্যু কমছে না, সচেতনতা হোক কিংবা আকস্মিকভাবেই হাতির হানায় মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। হাতি তাড়াতে গিয়ে হাতিকে উত্ত্যক্ত করে হাতির মুখে পড়ে মৃত্যু হচ্ছে কারো, আবার রাতে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকলেও হঠাৎ হাতির হানায় মৃত্যু হচ্ছে, বা গভীর জঙ্গলে কোন কাজের প্রয়োজনে গেলেও হাতির মুখে পড়েও মৃত্যু হচ্ছে অনেকেরই। ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় মৃত্যুর সংখ্যা পরপর বেড়েই চলেছে।
জঙ্গলে মহুল কুড়োতে গিয়ে সোমবার হাতির হানায় মৃত্যু হয় নয়াগ্রাম ব্লকের কাঁথি গ্রামের এক প্রৌঢ়ার। পুলিশ সূত্রে জানা যায়, মৃত মহিলার নাম জলেশ্বরী সিং (৫৪)। প্রতিদিনের মত জঙ্গলে সকালে মহুল কুড়াতে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে বাড়ির লোক সন্ধান পেয়ে তাকে জঙ্গল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
মৃত মহিলার পরিবারকে বন দফতরের তরফ থেকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পরিবারের হাতে সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু ,নয়াগ্রাম রেঞ্জ অফিসার দীপক মন্ডল সমেত অন্যান্যরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাতির হানায় মৃত্যুর পর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে বন দফতর, সেই নিয়ম অনুযায়ী নয়াগ্রামের রেঞ্জ অফিসার এবং বিধায়ক দুলাল মুর্মুর উপস্থিতিতে পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং মৃতার বাড়িতে এসে বিধায়ক ঘটনায় শোক প্রকাশ করেন। সরকারি নিয়ম অনুযায়ী পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান।
advertisement
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: হাতির হানায় মৃত্যু! লাখ লাখ টাকার ক্ষতিপূরণ, চাকরি! ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই করে দেখাচ্ছে বন দফতর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement