South Bengal News: নিজের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ় দম্পতির, শোকস্তব্ধ গোটা এলাকা!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Purba Bardhhaman: বাড়ির মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ় দম্পতির। মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ১২ নম্বর ওয়ার্ডের খয়রাপাড়ায়।
পূর্ব বর্ধমান: বাড়ির মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ় দম্পতির। মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ১২ নম্বর ওয়ার্ডের খয়রাপাড়ায়। মৃতদের নাম হারাধন খয়রা (৬০) ও ছায়া খয়রা (৫৩)।
আরও পড়ুনঃ ইলিশের বদলে আসছে টন টন সামুদ্রিক কাঁকড়া, দাম মাত্র ৫০ টাকা
এক প্রতিবেশী বাড়িতে গিয়ে হারাধনবাবুকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে বারান্দার দিকে নজর পড়লে দেখেন হারাধনবাবু মেঝেতে পড়ে রয়েছেন। ছায়াদেবী বারান্দার লোহার গ্রীলে হেলান দিয়ে রয়েছেন। কিন্তু সাড়া শব্দ নেই। তখনই ওই প্রতিবেশীর সন্দেহ হয়।
advertisement
advertisement
তিনি একটি বাঁশের টুকরো দিয়ে গ্রীলের কাছে স্পর্শ করেন। অল্পমাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও। এরপর লোকজন ডেকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দুজনকে উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2024 10:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Bengal News: নিজের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ় দম্পতির, শোকস্তব্ধ গোটা এলাকা!