West Bardhaman News : হাইভোল্টেজ বিদ্যুতের তার কেড়ে নিয়েছিল বহু শিশুর শৈশব! আনন্দপুরে ফিরছে আনন্দ
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Sovan Goswami
Last Updated:
সদা চঞ্চল ময়দানটি প্রাণহীন হয়ে যায়। খেলার মাঠ হারিয়ে ক্ষোভ বাড়তে শুরু করে আনন্দপুর গ্রামের।
কাঁকসা, পশ্চিম বর্ধমান : একটা সময় মাঠে কচিকাঁচাদের আনাগোনা লেগে থাকত। বিকেল হলেই শৈশব মেতে উঠত খেলাধুলোয়। প্রবীণরা এসে সবুজের মাঝে কিছুটা সতেজ হওয়ায় বসে সময় কাটাতেন। তারপর হঠাৎ করেই তাল কাটল। হাইভোল্টেজ বিদ্যুতের তার কেড়ে নিল বহু শিশুর শৈশব। প্রবীণরা হারালেন অবসর যাপনের ঠিকানা। আনন্দপুরের আনন্দ যেন কমে গেল।
কাঁকসা পঞ্চায়েত সমিতির অন্তর্গত আনন্দপুর গ্রাম। গ্রামে রয়েছে একটি বিশাল খেলার মাঠ। কিন্তু বেশ কয়েক বছর আগে এই খেলার মাঠের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় হাই ভোল্টেজ বিদ্যুতের তার। যে কারণে ভয়ে ধীরে ধীরে মাঠে আনাগোনা বন্ধ হয়ে যায় ছোটছোট ছেলে মেয়েদের। সদা চঞ্চল ময়দানটি প্রাণহীন হয়ে যায়। খেলার মাঠ হারিয়ে ক্ষোভ বাড়তে শুরু করে আনন্দপুর গ্রামের।
advertisement
আরও পড়ুন : সবুজ রক্ষা করতে এবার আরও বড় পদক্ষেপ বন দফতরের!
advertisement
বিশাল ময়দান থাকা সত্ত্বেও এলাকার মানুষজন সেখানে যেতে পারছিলেন না। শৈশব স্মার্টফোনে বন্দি হয়ে যাচ্ছিল। তাই মাঠ ফিরে পেতে উদ্যোগ নেন এলাকার মানুষ। আবেদন জানানো হয় দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে। দাবি করা হয়, খেলার মাঠের উপর থেকে সরানো হোক হাই টেনশন বিদ্যুত সংযোগ।
advertisement
স্থানীয়দের সেই দাবি অবশেষে পূরণ হতে চলেছে। কারণ পঞ্চায়েত মন্ত্রীর উদ্যোগে আনন্দপুরের বিশাল এই খেলার মাঠটির উপর থেকে বিদ্যুতের তার সরানোর কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ দফতরের এই পদক্ষেপ দেখে খুশি গ্রামের মানুষ। একই সঙ্গে তারা ধন্যবাদ দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বলছেন আনন্দপুরে আবার আনন্দ ফিরে আসছে। আনন্দপুর আবার ফিরে পাচ্ছে খেলার মাঠ।
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2024 4:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : হাইভোল্টেজ বিদ্যুতের তার কেড়ে নিয়েছিল বহু শিশুর শৈশব! আনন্দপুরে ফিরছে আনন্দ






