Election Result 2024: প্রসূনের ব্যবধান বাড়তেই মহিলাদের উচ্ছ্বাস, হাওড়ায় চলছে ডিজে বাজিয়ে নাচ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Election Result 2024: হাওড়া সদর আসনটিতে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে অনেকে মনে করেছিলেন। কিন্তু এদিন গণনার শুরু থেকেই বাকি বিরোধীদের পিছনে ফেলে ক্রমশই এগিয়ে যেতে থাকেন বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়
হাওড়া: জয়ের আভাস পেতেই উচ্ছ্বাসে মেতে উঠলেন তৃণমূলের মহিলা সমর্থকরা। হাওড়ায় সবুজ আবির, ঢাকঢোল নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। তবে মহিলাদের মধ্যে উৎসাহ বেশি দেখা যাচ্ছে। যা দেখে অনেকেই মনে করছেন, লক্ষ্মীর ভাণ্ডার এবারেও তৃণমূলের জয়ের অন্যতম চাবিকাঠি হিসেবে উঠে এসেছে।
এবারের লোকসভা নির্বাচনে হাওড়া সদর আসনটিতে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে অনেকে মনে করেছিলেন। কিন্তু এদিন গণনার শুরু থেকেই বাকি বিরোধীদের পিছনে ফেলে ক্রমশই এগিয়ে যেতে থাকেন বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন ৩০ হাজার ভোটে এই প্রাক্তন জাতীয় ফুটবলার এগিয়ে যেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন গণনা কেন্দ্রের বাইরে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা। সবুজ আবিরের রঙিন হয়ে যায় চারিপাশ। প্রসঙ্গে ডিজে বাজিয়ে নাচতে দেখা যায় মহিলা সমর্থকদের।
advertisement
advertisement
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর হাওড়াতে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল। এরপর মাঝে ১৯৯৯ এবং ২০০৪ সালে সেখানে বাম প্রার্থী জয়ী হলেও ২০০৯ থেকে টানা চারটি লোকসভা ভোটে সেখানে তৃণমূলের জয়জয়কার। তার মধ্যে তিনবার প্রতিপক্ষকে ‘গোল’ দিয়েছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারও কি তিনি সংসদে যাবেন? আজকের ভোট গণনার ফলাফল শেষে সেই উত্তর পাওয়া যাবে। তবে আপাতত যা ইঙ্গিত তাতে প্রসূনের জয়ের রথ মসৃণ গতিতেই এগিয়ে চলেছে।
advertisement
ইতিমধ্যেই গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। এসে হাজির হয়েছে ব্যান্ড পার্টি উঠেছেন। দেদার উড়ছে সবুজ আবির। এই বিষয়ে হাওড়া সদর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র জানান, এবার দেড় লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন প্রসূন।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2024 2:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Election Result 2024: প্রসূনের ব্যবধান বাড়তেই মহিলাদের উচ্ছ্বাস, হাওড়ায় চলছে ডিজে বাজিয়ে নাচ