Lok Sabha Elections 2024 West Bengal: চতুর্থ দফা থেকেই বাংলায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, কত কোম্পানি বাহিনী আসছে রাজ্যে?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Lok Sabha Elections 2024 West Bengal: দক্ষিণবঙ্গের একাধিক আসনে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ ভোট করতে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর উপর নজর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, চতুর্থ দফা থেকেই বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।
কলকাতা: লোকসভা নির্বাচনের জন্য কাশ্মীরের থেকে বেশি বাহিনী পশ্চিমবঙ্গে বরাদ্দ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রথম দুই দফায় উত্তরবঙ্গের ৬টি আসনে প্রায় নির্বিঘ্নেই ভোট হয়েছে। এ বার নির্বাচন কমিশনের নজরে দক্ষিণবঙ্গ।
দক্ষিণবঙ্গের একাধিক আসনে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ ভোট করতে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর উপর নজর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, চতুর্থ দফা থেকেই বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। ১৩ মে চতুর্থ দফায় নির্বাচন হবে রাজ্যের ৮টি আসনে। চতুর্থ দফায় রাজ্যে মোতেয়েন করা হবে ৫৯৬ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। পরের দফাগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে হবে ৭৬২ কোম্পানি, ঘটনাচক্রে পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৭টি আসনে।
advertisement
advertisement
ষষ্ট দফাতেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে হবে প্রায় সাড়ে ন’শো। উল্লেখ্য ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রস্তাব ছিল পশ্চিমবঙ্গে ৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে রাজ্যে। ষষ্ঠ দফায় ভোট হবে দক্ষিণবঙ্গের মোট ৮টি আসনে। প্রথম দু’দফায় নির্বাচন নিয়ে প্রায় খুশি সব দলই, মঙ্গলবার ৭ মে তৃতীয় দফায় রাজ্যের মোট চারটি আসনে ভোট রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2024 2:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Elections 2024 West Bengal: চতুর্থ দফা থেকেই বাংলায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, কত কোম্পানি বাহিনী আসছে রাজ্যে?