Lok sabha elections 2024: বিজেপির মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের ধর্নামঞ্চের দিকে ইট ছোড়ার অভিযোগ, তমলুকের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের
- Reported by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Lok sabha elections 2024: তমলুকে ভোট হওয়ার কথা ২৫ মে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ মে। শনি মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী, সেই সময় বিজেপির মিছিল থেকে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ।
তমলুক: পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার মিছিল থেকে ইট ছোড়ার অভিযোগ তৃণমূলপন্থী চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চের দিকে। বিজেপির কর্মী সমর্থকদের ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েক জন চাকরিহারা শিক্ষক।
আরও পড়ুন: ধোনির খেলা হলেই দেখা যায় তাকে, চেন্নাইয়ের গ্যালারিতে উষ্ণতা ছড়ান, কে এই তরুণী?
তমলুকে ভোট হওয়ার কথা ২৫ মে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ মে। শনি মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী, সেই সময় বিজেপির মিছিল থেকে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। তার পরেই হাসপাতাল মোড়ের কাছে ধরনায় বসেছিলেন চাকরিহারাদের একাংশ। এ দিন বিজেপির মিছিল হাসপাতাল মঞ্চের দিকে যাওয়ার পরেই উত্তেজনা শুরু হয়। বিজেপির মিছিল থেকে ইট ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলপন্থী চাকরিহারা শিক্ষকদের ধর্না মঞ্চের দিকে। ইটের ঘায়ে আহত হন বেশ কয়েক জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুরের ঘটনার কথা জানার পরেই তমলুকের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রয়োজনে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এর রিপোর্ট তলব কমিশন এর। নিউজ১৮ বাংলার রিপোর্টার সোমরাজ বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনা নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে নির্বিঘ্নে মনোনয়ন পর্ব শেষ করার নির্দেশ কমিশনের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2024 1:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok sabha elections 2024: বিজেপির মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের ধর্নামঞ্চের দিকে ইট ছোড়ার অভিযোগ, তমলুকের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের







