Ratha Yatra: কাঠের রথে জিয়া নস্টাল! আষাড় মাস এলেই হাতছানি দেয় ছোটবেলা
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Ratha Yatra: রথ যাত্রার আগে যেন আবারও নব্বইয়ের দশকে ফিরে যান বাঁকুড়ার কিছু রথ প্রস্তুতকারকরা। কীসের একটা আশায় তাঁরা কাঠ দিয়ে তৈরি করেন ছোট ছোট রথ
বাঁকুড়া: তাল পাতার ভেঁপু, গ্রীষ্মের দুপুরে আমের আচার কিংবা ২ টাকার পেপসি। এই তিন জিনিসের নাম শুনে বা পড়ে আজও হয়ত অনেকে ‘নস্টালজিয়া’য় আক্রান্ত হন। নস্টালজিয়ার সঞ্চারের আরও একটি জায়গা তৈরি হচ্ছে বাঁকুড়াতে। ছোট ছোট কাঠের রথ। ৯০-এর দশকের বাচ্চাদের স্বপ্ন ছিল রথযাত্রা দিনে তাদের একটি করে ছোট কাঠের রথ থাকবে। যাতে ঘণ্টা লাগিয়ে মালা পরিয়ে টানতে টানতে ঘোরা হবে গোটা পাড়া।
ধীরে ধীরে যুগ বদলেছে, সময় পাল্টেছে। বাচ্চাদের হাতে এখন অতি বুদ্ধিমান মুঠোফোন। বিভিন্ন সামাজিক মাধ্যমের বেড়াজালে অনলাইন ক্লাসের চাপে এবং জীবনের রেসে অংশগ্রহণ করতে গিয়ে সেসব ছেলেবেলা এখন প্রায় হারিয়ে গেছে বললে ভুল হবে না। তবুও রথ যাত্রার আগে যেন আবারও নব্বইয়ের দশকে ফিরে যান বাঁকুড়ার কিছু রথ প্রস্তুতকারকরা। কীসের একটা আশায় তাঁরা কাঠ দিয়ে তৈরি করেন ছোট ছোট রথ। সেরকমই ছবি ধরা পড়ল বাঁকুড়ার মাচানতলায়। কাঠ কেটে রথ তৈরি করতে দেখা গেল এক রথ প্রস্তুতকারককে।
advertisement
আরও পড়ুন: সেতু নির্মাণে গতি মন্থরতা, যানজটে নাকাল বারুইপুর
advertisement
বিভিন্ন আকারের রথ রয়েছে। একেবারে ছোট থেকে শুরু করে তিন ফুট উচ্চতা পর্যন্ত। দামও ভিন্ন ভিন্ন। আড়াইশো টাকা থেকে শুরু করে চার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত দামের রথ পাওয়া যাচ্ছে। অর্ডার দিয়েও তৈরি হচ্ছে রথ। প্রখর রোদের মাঝে রথের কাজ করতে দেখে মুখ তুলে তাকাচ্ছেন পথ চলতি মানুষজন। পাশে এসে উজ্জ্বল চোখে কাঠের রথ দেখছে ছোট ছোট বাচ্চারা। ইতিমধ্যেই শেষ হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। এখন শুধুই অপেক্ষা রথ যাত্রার। রথ প্রস্তুতকারক রথীন শীল বলেন, প্রতিবছর এই সময়টাতে বিভিন্ন আকারের রথ বিক্রি হয়। বাচ্চা থেকে বয়স্ক সকলেই রথ কিনে নিয়ে যান। এছাড়াও প্রত্যেকের বাড়িতে রয়েছেন গোপাল। সেই কারণেই রথের জনপ্রিয়তা পৌঁছেছে অন্য মাত্রায়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2024 7:58 PM IST









