প্রতিদিনের অভ্যাসই হয়ে দাঁড়াল মৃত্যুর কারণ! ভোরবেলা ফুল তুলতে গিয়ে...! লক্ষ্মীপুজোর সকালেই বিভীষিকাময় কাণ্ড
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Burdwan Accident: সাতসকালে পুজোর ফুল তুলতে গিয়ে ঘটে গেল এক বিভীষিকাময় দুর্ঘটনা। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের জাহাননগর পঞ্চায়েতের মাগনপুর এলাকায় সোমবার সকালে গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধার।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: লক্ষ্মী পুজোর সকাল। চারপাশে তখন শান্ত, পবিত্র এক আবহ। তবে সাতসকালে পুজোর ফুল তুলতে গিয়ে ঘটে গেল এক বিভীষিকাময় দুর্ঘটনা। উৎসবের আনন্দ মুহূর্তে থেমে গেল শোকে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের জাহাননগর পঞ্চায়েতের মাগনপুর এলাকায় সোমবার সকালে গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধার। নিহতের নাম পুষ্প ভৌমিক। বয়স আনুমানিত ৬২।
স্থানীয় বাসিন্দা পুষ্প ভৌমিক প্রতিদিনের মতো এদিনও ভোরবেলা ফুল তুলতে গিয়েছিলেন। তাঁর ফুল তোলার সেই অভ্যাসই হয়ে দাঁড়াল মৃত্যুর কারণ। চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক দৃশ্য। প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার ধারে বসে শান্তভাবে ফুল তুলছিলেন পুষ্প দেবী। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি লাল রঙের চারচাকা গাড়ি হঠাৎ অফ সাইডে চলে আসে এবং ধাক্কা মারে বৃদ্ধাকে। ধাক্কার তীব্রতায় বৃদ্ধা ছিটকে পড়েন রাস্তার ধারে। গাড়িটি তারপরও থামেনি। অভিযোগ, চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এমন সময়ে আর এক ব্যক্তিকেও ধাক্কা মারার চেষ্টা করে গাড়িটি।
advertisement
আরও পড়ুনঃ মাটির বাড়ি মেরামত করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! হঠাই ধসে পড়ল…! অকালে চলে গেল তরুণ তাজা প্রাণ
স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে রক্তাক্ত অবস্থায় পুষ্পদেবীকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, ততক্ষণে সব শেষ। এক মুহূর্তে থেমে যায় বৃদ্ধের প্রাণ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রত্যক্ষদর্শী সঞ্জয় দেবনাথ বলেন, ‘আমি চোখের সামনে সবটা দেখেছি। পুষ্পদেবী রাস্তার ধারে বসে ফুল তুলছিলেন, তখনই গাড়িটা আচমকা অফ সাইডে এসে তাঁকে ধাক্কা মারে। গাড়িটা লাল রঙের ছিল। এমনকি আমাকেও ধাক্কা মারার চেষ্টা করেছিল। কিন্তু আমি কোনমতে সরে গিয়ে বাঁচি’। ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। নাদনঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি ও তার চালককে আটক করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 06, 2025 10:06 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রতিদিনের অভ্যাসই হয়ে দাঁড়াল মৃত্যুর কারণ! ভোরবেলা ফুল তুলতে গিয়ে...! লক্ষ্মীপুজোর সকালেই বিভীষিকাময় কাণ্ড