Elderly Literacy: নিরক্ষর বৃদ্ধাদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংস্থা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Elderly Literacy: কেন্দ্রীয় সরকারের নব ভারত শিক্ষা কার্যক্রমের আওতায় শুরু হয়েছে রোটারি ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম। এর অংশ হিসাবে বয়স্ক শিক্ষা কেন্দ্র খুলে হাওড়ার একাধিক প্রত্যন্ত অঞ্চলের বয়স্ক মহিলাদের পড়ানোর কাজ শুরু হয়েছে
হাওড়া: অনেক সময়েই নাম সই করতে না পারার কারণে বয়স্কদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে বয়স্ক মহিলারা বেশি সমস্যায় পড়েন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারকরা তাঁদের বহু সময় প্রতারণাও করে। সেই সমস্ত নিরক্ষর মহিলাদের সচেতন করতে ও তাঁদের সাক্ষর করতে সরকারি উদ্যোগের অংশ হল খড়দহ নিউ এজ সোসাইটি।
কেন্দ্রীয় সরকারের নব ভারত শিক্ষা কার্যক্রমের আওতায় শুরু হয়েছে রোটারি ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম। এর অংশ হিসাবে বয়স্ক শিক্ষা কেন্দ্র খুলে হাওড়ার একাধিক প্রত্যন্ত অঞ্চলের বয়স্ক মহিলাদের পড়ানোর কাজ শুরু করেছে খড়দহ নিউ এজ সোসাইটি নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি। এই উদ্যোগের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে দেশের ১০ কোটি নিরক্ষর মহিলাকে স্বাক্ষর করে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
advertisement
advertisement
হাওড়া জেলার আমতা ১, ২ বাগনান, শ্যামপুর, উলুবেড়িয়া সহ নানা পিছিয়ে পড়া ব্লকে ৫০ টিরও বেশি বয়স্ক শিক্ষা কেন্দ্র খোলার লক্ষমাত্রা নিয়েছেন এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। কলেজ ছাত্রী সায়নী সাঁতরা, গৃহবধু অপর্ণা পণ্ডিত, অনিতা দোলুই, টুম্পা চক্রবর্তী, মনিকা প্রামানিক, রুমকি প্রামানিক, শর্মিষ্ঠা রায়, প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নেওয়া কানাই বাগ প্রমুখরা এই কেন্দ্রগুলিতে পড়ানোর দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই বেশ কিছু সেন্টার চালু হয়ে গিয়েছে। আগামী দিনে এই সংগঠনের হাত ধরে জেলার বয়স্ক মহিলারা নিজে থেকে প্রয়োজনীয় নথিপত্রের কাজ করতে পারবে বলে সকল আশা প্রকাশ করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2024 6:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Elderly Literacy: নিরক্ষর বৃদ্ধাদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংস্থা