যেন মুখে অ্যাসিড ঢুকিয়ে হত্যা, বাড়িতেই প্রবীণ দম্পতির দেহ উদ্ধারে আঁতকে উঠল বহরমপুর

Last Updated:

West Bengal News: বাড়ি থেকে প্রবীণ দম্পতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে একাধিক রহস্য দানা বাঁধছে।

মর্মান্তিক ঘটনা
মর্মান্তিক ঘটনা
#বহরমপুর: বুধবার সকালে বহরমপুর থানার রাজধরপাড়া এলাকায় বাড়ি থেকে প্রবীণ দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতদের নাম আবদুর রহিদ সেখ ও রিজিয়া বিবি। ছেলে মেয়েরা আলাদা থাকায় ওই বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ-বৃদ্ধা। বুধবার সকালে বাড়ির ভিতর থেকেই উদ্ধার হয় দুজনের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ১ ছেলে ও ৩ নাতিকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে বহরমপুর থানার রাজধরপাড়া এলাকায় একটি বাড়ি থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতদের নাম আবদুর রহিদ সেখ ও রিজিয়া বিবি। প্রতিবেশীদের থেকে জানা জায় ছেলে মেয়েরা আলাদা থাকায় ওই বাড়িতে একায় থাকতেন এই প্রবীন দম্পতি। বুধবার সকালে প্রতিবেশীরা কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজ শুরু করেন। পরিবারের লোকেরা এসে কোনোরকমে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই বাড়ির ভিতর থেকেই উদ্ধার হয় দুজনের দেহ।
advertisement
advertisement
চৌকির উপরে ছিল স্বামীর দেহ ও নীচে পড়ে ছিল স্ত্রীর দেহ। তবে দুজনেরই ঠিক একইভাবে নাকে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কিভাবে মৃত্যু হল তা নিয়ে ধোয়াশায় পরিবার। যদিও চিকিৎসকেরা জানান নাকের উপর আঘাত করে অ্যাসিড জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছে।
advertisement
ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নাতি রাহুল সেখ বলেন, ''দাদু দিদার বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকি করলেও কোনও সাড়া শব্দ না পেয়ে তালা ভেঙে ভিতরে ঢুকতেই দুজনের দেহ উদ্ধার হয়। তবে দুজনেরই শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ও রক্তের দাগও রয়েছে। আমাদের অনুমান খুন করা হয়েছে।'' আত্মীয় ফিরোজ আলী সেখ বলেন, যেভাবে মৃতদেহ পড়েছিল আর যেহেতু শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তাই আমরা নিশ্চিত খুন করা হয়েছে। আমরা চাই পুলিশ তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করুক। মেয়ে হাসিনা বিবি বলেন, আমাদের ভাই বোনদের সঙ্গে বাবা মায়ের কোনো বিবাদ ছিল না। আমার মা প্রতিদিন আমার বাড়ি আসত। কিন্তু অনেকদিন আগে বাবার সঙ্গে গ্রাম্য বিবাদ হয়েছিল। সেই বিবাদের কারনেও আমার বাবা মাকে খুন করা হতে পারে। পুলিশ তদন্ত করলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যেন মুখে অ্যাসিড ঢুকিয়ে হত্যা, বাড়িতেই প্রবীণ দম্পতির দেহ উদ্ধারে আঁতকে উঠল বহরমপুর
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement