#EgiyeBangla: গড়বেতায় ধান ক্রয় কেন্দ্র, ন্যায্য দাম পাওয়ায় খুশি কৃষকরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই এক সপ্তাহের বেশি সময় ধরে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয়েছে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা-বেচা।
#গড়বেতা: জমিতে ধান ফলাচ্ছেন কৃষকরা। সরকারি সহায়ক মূল্যে সেই ধান সরাসরি বিক্রি করছেন তাঁরা। ফড়েদের মাধ্যমে নয়, সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করে লাভের মুখ দেখছেন কৃষকরা।
মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই এক সপ্তাহের বেশি সময় ধরে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয়েছে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা-বেচা। সোমবার খড়গপুরে সরকারি সভায় এসে কৃষকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'ফড়েদের মাধ্যমে নয়, ধান বিক্রি করতে হবে ঠিক জায়গায়। অর্থাৎ সরকারি ধান ক্রয় কেন্দ্রে সরাসরি নিজেদের ধান বিক্রি করতে পারবেন কৃষকরা'। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই, গড়বেতায় ধান ক্রয় কেন্দ্র। পঃ মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলে ধান ক্রয় কেন্দ্র খোলা হয়েছে ধান ক্রয় কেন্দ্র। কৃষকরা ধান বিক্রির পর চেকের মাধ্যমে টাকা পাচ্ছেন।
advertisement
আগে ভুল বুঝিয়ে কম দামে কৃষকদের থেকে ধান কিনে নিত ফড়েরা। কিন্তু ন্যায্য দাম পেতেন না। এখন সরকারকে সঠিক দামে ধান বিক্রি করে লাভের মুখ দেখছেন কৃষকরা। তাঁদের এলাকায় ধান ক্রয় কেন্দ্র চালু হওয়া খুশি গড়বেতার কৃষকরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2019 11:09 AM IST