কয়েক কোটি টাকার হীরা,সোনা-সহ বহুমূল্য গয়না নিয়ে চম্পট, শেষরক্ষা হল না! এগরা থানার পুলিশের হাতেই গ্রেফতার

Last Updated:

উত্তর প্রদেশের নয়ডা থানার পুলিশ ধৃতদের খোঁজে তল্লাশি শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ-র নেতৃত্বে বিশেষ তদন্তকারী অফিসার এএসআই সুমন ভট্টাচার্য ও পিএসআই সৌর ঘড়াই-সহ এগরা থানার পুলিশ ও উত্তর প্রদেশের নয়ডা থানার পুলিশ মঙ্গলবার রাতে দুজনকে গ্রেফতার করে।

News18
News18
পঙ্কজ দাশরথী, এগরা: নয়ডার চুরি যাওয়া কয়েক কোটি টাকার হীরা,সোনা-সহ বহুমূল্য জুয়েলারি উদ্ধার করল পুলিশ।আবারও বড় সাফল্য এগরা থানার পুলিশের। এই নিয়ে চলতি বছরে বেশ কয়েকবার সাফল্য অর্জন করল এগরা থানার।
মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর প্রদেশ পুলিশ ও এগরা থানার পুলিশের যৌথ উদ্যোগে এগরার ষড়রং এলাকা থেকে দুই মহিলাকে গ্রেফতার করে। সূত্রের খবর, উত্তর প্রদেশে পরিচারিকার কাজ করতেন এগরার ষড়রং এলাকার বাসিন্দা মামনি যাদব ও মণি যাদব। কিছুদিন আগেই উত্তর প্রদেশের নয়ডা এলাকার একটি বাড়ি থেকে কয়েক কোটি টাকার হীরা, সোনা-সহ বহুমূল্য অলঙ্কার চুরি করে নিয়ে বাড়ি ফিরে আসেন তাঁরা। তারপর বহাল তবিয়তে অবাধে ঘোরাফেরা করছিলেন বলেই অভিযোগ।
advertisement
advertisement
উত্তর প্রদেশের নয়ডা থানার পুলিশ ধৃতদের খোঁজে তল্লাশি শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ-র নেতৃত্বে বিশেষ তদন্তকারী অফিসার এএসআই সুমন ভট্টাচার্য ও পিএসআই সৌর ঘড়াই-সহ এগরা থানার পুলিশ ও উত্তর প্রদেশের নয়ডা থানার পুলিশ মঙ্গলবার রাতে দুজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া গয়নার মূল্য কয়েক কোটি টাকা। ধৃত দুই মহিলাকে বুধবার আদালতে তোলা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কয়েক কোটি টাকার হীরা,সোনা-সহ বহুমূল্য গয়না নিয়ে চম্পট, শেষরক্ষা হল না! এগরা থানার পুলিশের হাতেই গ্রেফতার
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement