Ed raid Tmc Leader House: বেনজির বিক্ষোভের মুখে ইডি, মারধর-গাড়ি ভাঙচুর, তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

Ed raid Tmc Leader House: বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে স্থানীয়দের একাংশকে।

ইডির গাড়ি ভাঙচুর
ইডির গাড়ি ভাঙচুর
সন্দেশখালি: উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে ইডি। স্থানীয়দের রোষে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মারমুখী জনতার চাপে পিছু হটতে হল ইডি আধিকারিকদের। ইতিমধ্যেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয়রা। এমনকী News 18 Bangla সহ বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদক, চিত্র সাংবাদিককেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে স্থানীয়দের একাংশকে। সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এই প্রথম কোনও অভিযানে গিয়ে এত বড় বিক্ষোভের মুখে পড়ল ইডি।
advertisement
এদিন সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। জানা যায়, তৃণমূল নেতা সেই সময় বাড়ির ভেতরেই ছিলেন। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
advertisement
মুহূর্তেই প্রচুর গ্রামবাসী এসে উপস্থিত হন। তাঁরা প্রশ্ন তোলেন, ‘কেন আগে থেকে জানিয়ে আসে না ইডি?’ এমনকী সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়াদের। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় ইডি-র গাড়ি। সূত্রের খবর, এরপর ইডি আধিকারিকরা ঘটনাস্থল ছাড়েন এবং লঞ্চ নিয়ে সেখান থেকে বার হন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলার জন্য এই তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি চালানোর পরিকল্পনা করা হয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ed raid Tmc Leader House: বেনজির বিক্ষোভের মুখে ইডি, মারধর-গাড়ি ভাঙচুর, তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement