Ed Raid: একের পর এক ব্যাগে কী নিয়ে বেরোল! বনগাঁয় ইডির বড় রেইড!

Last Updated:

Ed Raid: শনিবার সকাল ৮ টা থেকে মন্টু সাহা ও কালিদাস সাহার কালুপুরের মিল, বনগাঁ বাড়ি ও অফিসে একযোগে তল্লাশি চালায় ইডি।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: দীর্ঘ ১৯ ঘন্টা অভিযানের পরে বনগাঁ রাধাকৃষ্ণ ফ্লওয়ার মিলের মালিক মন্টু সাহা ও কালিদাস সাহার বাড়ি ও মিল থেকে বেরোন ইডি আধিকারিকেরা।
শনিবার সকাল ৮ টা থেকে মন্টু সাহা ও কালিদাস সাহার কালুপুরের মিল, বনগাঁ বাড়ি ও অফিসে একযোগে তল্লাশি চালায় ইডি। রাত ২: ৫০ নাগাদ তাদের বাড়ি থেকে বেড়িয়ে যায় এবং ২: ৫৫ নাগাদ মিল থেকে বেরোয় ইডি আধিকারিকেরা।
advertisement
advertisement
দীর্ঘ ১৯ ঘণ্টা তারা তল্লাশি চালায়। মিল এবং বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে বেশ কিছু নথি সঙ্গে করে নিয়ে যায় ইডি আধিকারিকেরা। তবে কী বিষয়ে তল্লাশি এবং কী কী পাওয়া গেল, তদন্তের সহযোগিতা করেছে কিনা বা কাউকে গ্রেফতার বা আটক করা হয়েছে কিনা, প্রশ্ন করা হলে কোনও উত্তর দেননি ইডি আধিকারিকেরা।
advertisement
মিল মালিক মন্টু সাহা জানান, তারা তদন্তে সহযোগিতা করেছেন। কাউকেই সঙ্গে করে নিয়ে যায়নি ইডি আধিকারিকেরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ed Raid: একের পর এক ব্যাগে কী নিয়ে বেরোল! বনগাঁয় ইডির বড় রেইড!
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement