'শিশির অধিকারীর হাত ধরেই পালাবদল হয়েছিল রাজনীতিতে', সম্পত্তি বৃদ্ধি ইস্যুতে তৃণমূলকে জবাব বিজেপির
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
শুভেন্দু অধিকারীর পাশাপাশি মুখ খুলল রাজ্য বিজেপিও।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: শিশির অধিকারীর বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির যে দাবি তৃণমূল কংগ্রেসের পক্ষে করা হয়েছে সে ব্যাপারে শুভেন্দু অধিকারীর পাশাপাশি মুখ খুলল রাজ্য বিজেপিও।
বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, ‘ শিশির অধিকারীর হাত ধরেই পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে। পালাবদল হয়েছে রাজ্য রাজনীতিতে। মেদিনীপুরে শিশির বাবুর হাত ধরেই তৃণমূল কংগ্রেস আধিপত্য বিস্তার করেছিল। আর আজ তাঁর সম্বন্ধেই তৃণমূল কংগ্রেস যে ধরনের মন্তব্য করছে যা খুবই দুর্ভাগ্যজনক।’ তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকেও নিশানা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, ‘ উনি তো বলেছিলেন শুভেন্দু অধিকারীর বেআইনি সম্পত্তির খতিয়ান তুলে ধরবেন। এখন তো দেখছি উনি তাঁর বাবার দিকে পৌঁছে গেলেন।’
advertisement
শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সভা থেকে তাঁর বাবার সম্পত্তি বৃদ্ধির যে দাবি তৃণমূল কংগ্রেস করেছে সে প্রসঙ্গে শিশির পুত্র শুভেন্দু অধিকারী বলেন,’ কুকুরকে মানুষ কামড়ায় না। কুকুরই মানুষকে কামড়ায়। শিশির অধিকারী একজন কিংবদন্তি।’ কুণাল ঘোষের দাবি ছিল , ‘২০০৯ সালের হলফনামা অনুযায়ী শিশির অধিকারীর টোটাল অ্যাসেট ১০ লক্ষের একটু বেশি। তিনি সাংসদ হলেন, তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করলেন মমতা বন্দোপাধ্যায়। ২০১১ সালে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যদের সম্পত্তির তালিকা প্রকাশ হল। তাতে তাঁর চূড়ান্ত সম্পত্তি হল ১৫ লক্ষ টাকা। ২০১২ সালে কেন্দ্রীয় মন্ত্রী সভার মন্ত্রীদের সম্পত্তির তালিকা ১০ কোটি ৩৪ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা।’ এটা কোন ম্যাজিকে হচ্ছে? এই প্রশ্নও তোলেন কুণাল ঘোষ।
advertisement
advertisement
আর এবার যাঁর হাত ধরে পালাবদল হয়েছে বলে দাবি করে, সেই শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূল কংগ্রেসকে পাল্টা নিশানা করল রাজ্য বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে শাসক- বিরোধী অভিযোগ, পাল্টা অভিযোগে ফুটছে বঙ্গ রাজনীতির ময়দান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 05, 2023 8:46 AM IST








