West Bardhaman News : পরিছন্নতা বজায় রাখতে আসানসোল স্টেশনের সাফ-সাফাইয়ে ব্যবহার হচ্ছে যন্ত্রের

Last Updated:

প্ল্যাটফর্মগুলি স্ক্রাবার মেশিনের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে।

স্টেশন পরিষ্কার রাখতে ব্যস্ত রেল কর্মীরা।
স্টেশন পরিষ্কার রাখতে ব্যস্ত রেল কর্মীরা।
আসানসোল, পশ্চিম বর্ধমান : আসানসোল স্টেশনের পরিছন্নতা বজায় রাখতে বিশেষভাবে জোর দিয়েছে পূর্বরেল। শিল্পাঞ্চলে ঘেরা এই এলাকার প্রায় ৬০ হাজার মানুষকে প্রতিদিন পরিষেবা দেয় আসানসোল স্টেশন। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে আসানসোল জংশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুনরূপে সাজিয়ে তোলা হচ্ছে আসানসোল স্টেশনটিকে। কিন্তু একইসঙ্গে স্টেশনের পরিচ্ছন্নতার দিকেও বিশেষভাবে নজর দিয়েছে পূর্ব রেল।
যদিও বিশাল স্টেশনটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দাগ মুক্ত রাখা সহজ কাজ নয়। ফলে স্টেশনের পরিছন্নতা বজায় রাখা একপ্রকার চ্যালেঞ্জ বললেও কম হয় না। কিন্তু স্টেশনের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন রেল কর্মীরা। একইসঙ্গে বিভিন্ন যন্ত্রের সাহায্য নেয়া হচ্ছে স্টেশন চত্বর পরিষ্কার রাখতে। রেল সূত্রে জানা গিয়েছে, প্ল্যাটফর্মগুলি স্ক্রাবার মেশিনের সাহায্যে ভালভাবে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে। উচ্চ চাপের জেট ব্যবহার করা হয় মেঝে পরিষ্কার করার জন্য।
advertisement
advertisement
দেওয়াল এবং বুকিং কাউন্টারের কাঁচের অংশগুলি নিয়মিতভাবে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা হচ্ছে বলে খবর। এছাড়াও আসানসোল স্টেশন আবর্জনা মুক্ত রাখতে বিশেষভাবে পদক্ষেপ করা হয়েছে। স্টেশনের একাধিক জায়গায় বসানো হয়েছে ডাস্টবিন। সবমিলিয়ে আসানসোল স্টেশনের অন্দরে রয়েছে ৪৫টি বর্জ্য পদার্থ ফেলার জায়গা। এই ডাস্টবিনগুলিও নিয়মিত ভাবে পরিষ্কার করা হচ্ছে। অন্যদিকে যাত্রীদের বারবার আবেদন করা হয়, পান অথবা গুটকা পিক না ফেলার জন্য।
advertisement
তবে আক্ষেপ, বেশ কিছু যাত্রী সেই সতর্কবার্তায় কোনওরকম নজর না দিয়ে, স্টেশন চত্বর অপরিষ্কার করেন। যদিও এমন ঘটনার জন্য জরিমানার ব্যবস্থাও রয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পূর্ব রেল আরও জোর দিয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলির সাফ-সাফাইয়ের জন্য রেলের কর্মীরা সবসময় তৎপর রয়েছেন। আসানসোলের মতএকটি গুরুত্বপূর্ণ স্টেশন, যেখান দিয়ে প্রতিদিন ১১০ টি মেল/এক্সপ্রেস ট্রেন, ৬৪ টি লোকাল ট্রেন যাতায়াত করে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্বাভাবিকভাবেই সেই স্টেশনের পরিচ্ছন্নতা রাখতে বাড়তি নজর রয়েছে রেলের।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : পরিছন্নতা বজায় রাখতে আসানসোল স্টেশনের সাফ-সাফাইয়ে ব্যবহার হচ্ছে যন্ত্রের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement