East Midnapur: ছুটির মধ্যেই স্কুলের রঙ পাল্টে গেরুয়া! তুমুল তোলপাড়, ‘কাঠগড়ায়’ মিস্ত্রি

Last Updated:

যা নিয়ে স্কুল পরিচালন কমিটির সম্পাদক (যাঁর অন্য পরিচয় স্থানীয় তৃণমূল নেতাও) অবশ্য বলেন, ‘‘আমরা যে রং করতে বলেছিলাম রং মিস্ত্রি তা করেনি। আলাদা রং করেছিল। বিষয়টি রং মিস্ত্রিকে জানানোর পর বাইরের রং আবার বদল করেছে।’’

পূর্ব মেদিনীপুর: পুজোর ছুটির মধ্যে স্কুল কর্তৃপক্ষ ঠিক করেছিলেন একটু বিল্ডিংটা রঙ করাবেন৷ তাঁদের সেই ইচ্ছেই যেন কাল হল৷ দেখা গেল, স্কুলের অন্দরের প্রায় সব অংশই গেরুয়া রঙ করা হয়ে গিয়েছে৷ স্কুলবাড়ির বাইরের খানিকটা অংশও হয়ে গিয়েছে গেরুয়া৷ এবার তা নিয়েই রীতিমতো হুলস্থূল কাণ্ড পাঁশকুড়ায়৷ পাঁশকুড়া গার্লস হাইস্কুলের ঘটনা৷ বিজেপির অভিযোগ, এর পরেই শাসকদলের স্থানীয় কয়েকজন নেতৃত্ব চড়াও হয়ে সেই ‘গেরুয়া’ রঙ মুছে অন্য রঙ করে দিয়েছে স্কুল বিল্ডিংয়ের৷
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ‘‘শাসকদলের কয়েকজন নেতা স্কুলে চড়াও হন গেরুয়া রঙ মুছে অন্য রঙ করার নির্দেশ দেন। সেইমতো আজ স্কুলের বাইরে গেরুয়া রং-এর উপর অন্য রং করা হয়েছে।’’
আরও পড়ুন: মদের বোতলের গায়ে কেন ‘QR Code’! মদের বিক্রি নিয়ে বিরাট পদক্ষেপ আবগারি দফতরের
যা নিয়ে স্কুল পরিচালন কমিটির সম্পাদক (যাঁর অন্য পরিচয় স্থানীয় তৃণমূল নেতাও) অবশ্য বলেন, ‘‘আমরা যে রং করতে বলেছিলাম রং মিস্ত্রি তা করেনি। আলাদা রং করেছিল। বিষয়টি রং মিস্ত্রিকে জানানোর পর বাইরের রং আবার বদল করেছে।’’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ব্যক্তিগত প্রশ্ন!’, ঝড়ের মতো এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে এলেন মহুয়া মৈত্র
এই ঘটনার পিছনে মধ্যে কোনও রাজনীতির অভিসন্ধি নেই বলেও তৃণমূলের দাবি। সবটাই বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ভিত্তিহীন প্রচার করছে বলেই তৃণমূলের দাবি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Midnapur: ছুটির মধ্যেই স্কুলের রঙ পাল্টে গেরুয়া! তুমুল তোলপাড়, ‘কাঠগড়ায়’ মিস্ত্রি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement