খালের ধারে ওটা কী? পচা গন্ধের সন্ধানে সামনে এল লাশ! মারাত্মক কাণ্ড

Last Updated:

খাল পাড়ে খড়ি জঙ্গলে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েত এর রামচন্দ্রপুর এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#পূর্ব মেদিনীপুর: পটাশপুরে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পটাশপুরের পঁচেট রাস মেলা দেখতে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছিল যুবক। ৮ দিন পরে যুবকের পচাগলা দেহ উদ্ধার হল। খাল পাড়ে খড়ি জঙ্গলে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েত এর রামচন্দ্রপুর এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃতদেহর বাড়ি এগরা থানার কৈথড় এলাকার বাসিন্দা বিকাশ দে বয়স ২০ বছরের যুবক পেশায় দিনমজুরের কাজ করতেন, ওই যুবক এক সপ্তাহ ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। গত পরিবার থেকে এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন।
আরও পড়ুন: বাথরুমে বসে শ্রদ্ধাকে টুকরো করার ফাঁকে বিয়ার-সিগারেট খায় আফতাব, অর্ডার দেয় মুখরোচক খাবার!
বুধবার হঠাৎ মৃতের দাদা সুভাষ দে। তিনি ভাইয়ের খোঁজে ঘর থেকে বের হন। বেরিয়ে দেখেন বাড়ির পাশে এক জঙ্গলের কাছে ভাইয়ের সাইকেল পড়ে রয়েছে। তা দেখে ওই সাইকেলকে নিশানা করে খালপাড় এলাকায় এসে খুঁজতে যান তিনি। দেখেন ওই খাল পাড়েই ভাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ওয়ালমার্টের ম্যানেজার নিজেই আততায়ী, আচমকা বন্দুক বের করে এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ১০!
এই ঘটনা জানতে পেরে তিনি পটাশপুর থানায় খবর দিলে পটাশপুর থানার পুলিশ ও এগরা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশের অনুমান প্রমাণ লোপাটের চেষ্টার জন্য খালপাড় জঙ্গলে ওই দেহকে ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। দেহটির কিছুটা অংশ পুড়িয়েও দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শরু করেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খালের ধারে ওটা কী? পচা গন্ধের সন্ধানে সামনে এল লাশ! মারাত্মক কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement