ওয়ালমার্টের ম্যানেজার নিজেই আততায়ী, আচমকা বন্দুক বের করে এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ১০!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
আচমকা আগ্নেয়াস্ত্র বার করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। শেষে নিজেও আত্মঘাতী হন।
#ভার্জিনিয়া: ভার্জিনিয়ার ওয়ালমার্টে ফের বন্দুকবাজের হামলা। মঙ্গলবার রাতে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। একই সঙ্গে এই ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। ভার্জিনিয়া পুলিশ জানিয়েছে, ওই সুপার মার্কেটের স্টোর ম্যানেজারই আততায়ী। আচমকা আগ্নেয়াস্ত্র বার করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। শেষে নিজেও আত্মঘাতী হন।
হামলার ঘটনার সঙ্গে সঙ্গেই ওয়ালমার্টের আশপাশের এলাকা সিল করেছে মার্কিন পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। মঙ্গলবার রাত ১০টা ১২ মিনিটে গুলি চালানোর খবর পেয়েই তড়িঘড়ি সেখানে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। ওয়ালমার্ট স্টোরের বাইরে এখনও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: বাথরুমে বসে শ্রদ্ধাকে টুকরো করার ফাঁকে বিয়ার-সিগারেট খায় আফতাব, অর্ডার দেয় মুখরোচক খাবার!
advertisement
advertisement
🚨#BREAKING: A Walmart manager has shot multiple employees ⁰ 📌#Chesapeake l #VA ⁰ Police are to responding to multiple fatalities and injuries inside a Walmart superstore in VA with officials saying the Manager at Walmart Started to open fire shooting Multiple employees inside pic.twitter.com/JgnCleOvz3
— R A W S A L E R T S (@rawsalerts) November 23, 2022
advertisement
আরও পড়ুন: ঝগড়া লেগেছিল সংসার খরচ নিয়ে, রাগেই শ্রদ্ধাকে টুকরো টুকরো করে আফতাব: পুলিশ
চেসাপিক পুলিশ সূত্রে খবর, এই হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে আহত অনেকে। পুরো ভবনটিকে ঘিরে রেখেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করছে চেসাপিক পুলিশ। স্থানীয় লোকজনকে আপাতত ভবন থেকে দূরে থাকতে বলা হচ্ছে। ঠিক কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। আগে আততায়ীর নামে অপরাধের রেকর্ড ছিল কিনা, সে নিয়েও মুখ খোলেননি তিনি।
advertisement
তবে এখনও পর্যন্ত ১০ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েক জন আহতও হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ছবি, ভিডিও সামনে এসেছে, তাতে ওয়ালমার্ট সুপারস্টোরের বাইরে সারি সারি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। স্টোর ম্যানেজার একাই হামলা চালিয়েছেন বলে জানা যাচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2022 1:42 PM IST