East Medinipur News: কুল কুল করে ছড়িয়ে পড়ছে ধোঁয়া! হঠাৎই ঢেকে গেল কয়েক কিলোমিটার, হলটা কী তমলুকে?
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
Last Updated:
East Medinipur News: সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎই এলাকা ঢেকে গেল ধোঁয়ায়। ধোয়ায় অতিষ্ঠ হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে সাধারণ মানুষজন।
তমলুক: সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎই এলাকা ঢেকে গেল ধোঁয়ায়। ধোয়ায় অতিষ্ঠ হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষজন। কিন্তু কোথা থেকে এত ধোঁয়া আসছে তা বুঝে উঠতে পারছিল না কেউই। পরে অবশ্য জানা গেল এই ধোঁয়া পি এইচ এই-এর গোডাউন থেকে আসছে। আর সেই মুহূর্তে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপবসান এলাকায় পি এইচ ই এর জল প্রকল্পের গোডাউনে এই ঘটনা ঘটেছে।
সকাল থেকেই বৃষ্টি। ঘরবন্দি মানুষজন। হঠাৎ তমলুক শহর লাগোয়া চাপ বসানো এলাকার দেড় দু কিলোমিটার পর্যন্ত ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার কারণে বেশ কয়েকজন মানুষের অস্বস্তিও শুরু হয়। তমলুক পাশকুড়া রাজ্যে সড়কের পাশেই পি এইচ ই এর গোডাউন থেকে কুলকুল করে ধোয়া ছড়িয়ে পড়ছে চারপাশে।
advertisement
advertisement
গোডাউনের শেড থেকে ক্লোরিনের উপর জল পড়ার ফলে হঠাৎই আশেপাশে দেড় থেকে দুই কিলোমিটার এলাকা ধোঁয়ায় ভরে যায়, চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধোঁয়ার কারণে বাড়ি ছেড়ে রাস্তায় আসে মানুষজন।
ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তমলুক থানায় ও দমকল দফতরে। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ আধিকারিক ও দমকল বাহিনী। পি এইচ ই নির্মীয়মান প্রকল্পের গোডাউনে রাখা প্রায় সাড়ে ৪০০ কেজি ওজনের ক্লোরিনে জল পড়ে ধোঁয়া বেরোতে থাকে। দমকল বাহিনী এসে তা নিয়ন্ত্রণে আনে।
advertisement
ঘটনাস্থলে পৌঁছয় তমলুকের বিডিও সৌমেন মণ্ডল, এবং পিএইচির আধিকারিকেরা। দমকল বাহিনী প্রায় দুই ঘন্টার চেষ্টায় এলাকায় ধোঁয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল বাহিনীর ধোঁয়া নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় হাঁফ ছেড়ে বাঁচেন সাধারণ এলাকাবাসী।
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2023 6:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: কুল কুল করে ছড়িয়ে পড়ছে ধোঁয়া! হঠাৎই ঢেকে গেল কয়েক কিলোমিটার, হলটা কী তমলুকে?