East Medinipur News: মোবাইল ছেড়ে মগজাস্ত্রে মন, নবীন-প্রবীণের রুদ্ধশ্বাস লড়াই! তমলুকে রাজ্যস্তরের দাবা প্রতিযোগিতায় উন্মাদনা

Last Updated:

East Medinipur News: মগজাস্ত্রের সেরা লড়াই দাবা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সারা বাংলা দাবা প্রতিযোগিতায় নবীন ও প্রবীণের জমজমাট লড়াই।

+
দাবা

দাবা প্রতিযোগিতা

তমলুক, সৈকত শী: মগজাস্ত্রের সেরা লড়াই দাবা। দাবা ভারতের প্রাচীন খেলার মধ্যে অন্যতম। বর্তমান সময়ে দাবা খেলতে ভুলে যাচ্ছে অনেকেই। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সারা বাংলা দাবা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নবীন ও প্রবীণের জমজমাট লড়াই। দাবা খেলা বাড়ায় শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও একাগ্রতা। এই দাবা খেলার মাধ্যমেই ব্যক্তির বুদ্ধিমত্তা ও একাগ্রতা প্রকাশ পায়। কারণ ক্ষুরধার মস্তিষ্ক এবং ধৈর্যের পরীক্ষা দিতে হয় দাবা খেলায়। বর্তমান সময়ে এই দাবা খেলা অনেকটাই পিছনের সারিতে। গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে দাবার আসর বসলেও এখন তা স্মৃতিকথা ছাড়া আর কোন কিছুই নয়। ফলে বর্তমান প্রজন্মের মধ্যে দাবা খেলার প্রসার ঘটাতে এবার দাবার আসর বসল তমলুকে।
একদিনের এই দাবার আসর আয়োজন করে তাম্রলিপ্ত জনসাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলার প্রধান উদ্যোক্তা দীপেন্দ্র নারায়ণ রায়। সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থা। রাজবাড়ীর রাধামাধব জিউর মন্দিরে বসে এই দাবার আসর। এই প্রতিযোগিতায় রাজ্যের দশটি জেলার মোট ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সব বয়সের প্রতিযোগী নিয়ে এই দাবার আসর বসে। বর্তমান সময়ে ভারতবর্ষে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। এর পাশাপাশি অন্যান্য খেলাধূলাতেও ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক স্তরে ছাপ রাখছে বিভিন্ন খেলোয়াড়েরা। সম্প্রতি ডি গুকেশ বিশ্বদাবা চ্যাম্পিয়নশিপে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে চ্যাম্পিয়ন হয়েছেন।
advertisement
advertisement
দাবা প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে জেলা আয়োজক জানান, যেভাবে ছাত্র ও যুবসমাজ মোবাইলের প্রতি আবদ্ধ হচ্ছে, তা সমাজের ক্ষতিকারক দিক। মোবাইলের প্রতি আবদ্ধ হওয়া থেকে বের করে আনতে তাদের এই প্রয়াস। এই দাবা প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হল জেলায় দাবা প্রসার ঘটনার পাশাপাশি ছাত্রছাত্রীদের দাবার প্রতি আকৃষ্ট করা। আগামী দিনে ডি গুকেশের মত দাবাড়ুরা উঠে আসবে এই প্রতিযোগিতার মাধ্যমে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইলের প্রবণতা বাড়ছে। এরপরে ছাত্র-ছাত্রীদের বুদ্ধিমত্তা ও একাগ্রতা কমছে শিক্ষা গ্রহণে। অথচ দাবা খেলা বুদ্ধিমত্তা ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে। তাই বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বুদ্ধিমত্তা ও একাগ্রতা বজায় রাখতে দাবা খেলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার উদ্যোগ গ্রহণ হল পূর্ব মেদিনীপুর জেলায়। এর পাশাপাশি দাবা খেলাকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই দাবা প্রতিযোগিতার আসর আয়োজন করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: মোবাইল ছেড়ে মগজাস্ত্রে মন, নবীন-প্রবীণের রুদ্ধশ্বাস লড়াই! তমলুকে রাজ্যস্তরের দাবা প্রতিযোগিতায় উন্মাদনা
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement