East Medinipur News: এগরায় দুয়ারে চিকিৎসা, গ্রামে গ্রামে পৌঁছবে মোবাইল মেডিক্যাল ভ্যান! তারিখ-সহ তালিকা দিল প্রশাসন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
East Medinipur News: ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা এগরাজুড়ে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রটি ঘুরবে বিভিন্ন গ্রামে।
এগরা, মদন মাইতি: এগরাতে এবার দুয়ারে চিকিৎসা। গ্রামের প্রতিটি মানুষ যাতে চিকিৎসা পরিষেবা পান, সেই লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যন্ত গ্রামের বহু মানুষ দূরত্ব, সময় ও খরচের কারণে ঠিকমত চিকিৎসা পান না। তাই এবার এগরার প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পৌঁছে দিতে গ্রামে গ্রামে যাবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ছত্রী বাজারে এই ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর প্রথম দিনেই ১০০-রও বেশি মানুষ চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ নিতে হাজির হয়।
এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র থেকে কী কী সুবিধা পাবেন? সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে রক্ত পরীক্ষা, ইসিজি সহ নানান শারীরিক পরীক্ষা করাতে পারবেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে লাইফ সাপোর্ট, অক্সিজেন, বিডিএল সহ নানা ধরনের প্রাথমিক চিকিৎসা সামগ্রীও থাকবে এখানে। প্রশিক্ষিত নার্স, টেকনিশিয়ান এবং অভিজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে গ্রামের মানুষ সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পাবেন। সবচেয়ে বড় সুবিধা, যারা সরকারি হাসপাতাল বা বেসরকারি পরীক্ষাকেন্দ্রে যেতে পারেন না, অথবা খরচের ভয়ে অনেক পরীক্ষা করাতে পারেন না, তাঁদের জন্য এই কেন্দ্র এখন বড় ভরসা হয়ে উঠতে পারে।
advertisement
advertisement
এগরা ১ নম্বর ব্লকে কোন গ্রাম পঞ্চায়েতে কবে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছবে? প্রথম দিনে পরিষেবা দেওয়া হয়েছে এগরা ১ ব্লকের ছত্রী বাজার এলাকায়। এরপর ২৬ নভেম্বর কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের এরেন্দা, ২৭ নভেম্বর বরিদার খামারি, ২ ডিসেম্বর জেরথান গ্রাম পঞ্চায়েত অফিস, ৩ ডিসেম্বর পাঁচরুল, ৪ ডিসেম্বর সাহারা গ্রাম পঞ্চায়েতের শীপুর বাজারে যাবে এটি। ৯ ডিসেম্বর চুমকি গ্রাম পঞ্চায়েতের চাতলা এবং ১০ ডিসেম্বর আর বি সি গ্রাম পঞ্চায়েতের নেগুয়া আনন্দমঠ এলাকায় পৌঁছবে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। প্রাথমিক পর্যায়ে প্রতিটি এলাকায় একটি নির্দিষ্ট দিনে পৌঁছে যাবে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র। এখানে এসে রেজিস্ট্রেশন করলেই সঙ্গে সঙ্গেই পরিষেবা পাওয়া যাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় এই উদ্যোগকে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন এগরাবাসী। কারণ বহু সময় ব্লক স্বাস্থ্য কেন্দ্র বা এগরা হাসপাতালে যেতে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আবার বেসরকারি পরীক্ষাকেন্দ্রে গেলে খরচও বহন করতে হয় আকাশ ছোঁয়া। তাই গ্রামে গ্রামে এই চিকিৎসা কেন্দ্র পৌঁছলে মানুষ বিনামূল্যে দ্রুত শারীরিক পরীক্ষা করাতে পারবেন। প্রাথমিক চিকিৎসা পাবেন অনেকেই এবং প্রয়োজন হলে চিকিৎসক তাঁদের ব্লক হাসপাতাল বা এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল পাঠাতে পারবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
November 26, 2025 2:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: এগরায় দুয়ারে চিকিৎসা, গ্রামে গ্রামে পৌঁছবে মোবাইল মেডিক্যাল ভ্যান! তারিখ-সহ তালিকা দিল প্রশাসন
