Agriculture News: রেকর্ড ধান উৎপাদন পুরুলিয়ায়, খুশিতে ডগমগ কৃষকরা! 'টার্গেট' পূরণ হবে, আশায় কৃষি দফতর

Last Updated:

Purulia Agriculture News: এবছর পুরুলিয়া জেলাজুড়ে ধানের উৎপাদন গতবারের তুলনায় অনেক ভাল। লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী কৃষি দফতর।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় প্রচুর ধান উৎপাদন

পুরুলিয়া, শান্তনু দাস: ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার পথে পুরুলিয়া জেলা। রুখাসুখা জেলা হিসেবে পরিচিত পুরুলিয়ার অন্যান্য ব্লকের সঙ্গে কাশীপুর ব্লকেও প্রচুর পরিমাণে এবার ধান উৎপাদন হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি। ইতিমধ্যেই পুরুলিয়া জেলাজুড়ে সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
এখন পর্যন্ত জেলায় প্রায় এক হাজার কুইন্টালেরও বেশি ধান কেনা হয়ে গিয়েছে। কাশীপুর ব্লকের ধান ক্রয় আধিকারিক ঋত্বিক গাঙ্গুলী বলেন, “আমরা সর্বতভাবে প্রস্তুত রয়েছি। আশা করছি এই বছর আমরা লক্ষ্যমাত্রা ছুঁতে পারব।” তিনি আরও বলেন, “শুধুমাত্র কাশীপুর ব্লকে গতবার যেখানে আনুমানিক ৫৭ হাজার কুইন্টাল ধান কিনতে পেরেছিলাম, সেখানে এবছর মাত্র ১০ দিনেই দু’ হাজার কুইন্টাল ধান কেনা হয়ে গিয়েছে।”
advertisement
advertisement
অন্যদিকে পুরুলিয়া জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, “এবছরের লক্ষ্যমাত্রা রয়েছে ২ লক্ষ ৬৪ হাজার ৯৭৮ মেট্রিক টন। গত অর্থবর্ষে লক্ষ্যমাত্রা ছিল ২ লক্ষ ৭০ মেট্রিক টন। তবে ধান কেনা হয়েছিল আনুমানিক ২ লক্ষ ৩২ হাজার ৮৪১ মেট্রিক টন। স্বাভাবিকভাবেই লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছাতে পারলেও তা পূরণ করা সম্ভব হয়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এবছর জেলাজুড়ে ধানের উৎপাদন ভাল হওয়ায় আধিকারিকেরা অবশ্য লক্ষ্যমাত্রা পূরণের আশায় রয়েছেন।” কৃষি দফতরের পাশাপাশি চাষিরাও বিষয়টি নিয়ে উচ্ছ্বাসিত। এই বছর পুরুলিয়া জেলা জুড়ে ধানের উৎপাদন গতবারের তুলনায় অনেক ভাল হওয়ায় কৃষি দফতরের আধিকারিকরা লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে আশাবাদী। একই সঙ্গে চাষিরাও এই সাফল্যে উচ্ছ্বসিত ও আত্মবিশ্বাসী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News: রেকর্ড ধান উৎপাদন পুরুলিয়ায়, খুশিতে ডগমগ কৃষকরা! 'টার্গেট' পূরণ হবে, আশায় কৃষি দফতর
Next Article
advertisement
‘এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন...’, শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি
এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন, শোকাহত আশা পারেখ
  • এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন

  • এবার ধরমজিও চলে গেলেন

  • শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement