East Medinipur News: জন্ম থেকেই দুটো হাত নেই, তবু জীবন জয়ের যুদ্ধে বাকিদের পিছনে ফেলে এগিয়ে তমলুকের পার্বতী
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
ছোটবেলা থেকেই দৈহিক প্রতিবন্ধকতা পার্বতীর, কাঁধের কাছ থেকে দুটো হাত নেই। কিন্তু তবুও জীবন যুদ্ধের লড়াইয়ে পিছিয়ে নেই সে। দুই পা দিয়েই সব কাজ পারেন। পা দিয়েই পার্বতীর রুটি তৈরি করা, সেলাই মেশিন চালানো, ছবি আঁকা, পাটের কাজ, সাঁতার কাটা
তমলুক, সৈকত শী: ছোটবেলা থেকেই দৈহিক প্রতিবন্ধকতা পার্বতীর, কাঁধের কাছ থেকে দুটো হাত নেই। কিন্তু তবুও জীবন যুদ্ধের লড়াইয়ে পিছিয়ে নেই সে। দুই পা দিয়েই সব কাজ পারেন। পা দিয়েই পার্বতীর রুটি তৈরি করা, সেলাই মেশিন চালানো, ছবি আঁকা, পাটের কাজ, সাঁতার কাটা।
তমলুকের পূর্বনুখা গ্রামের বাসিন্দা পার্বতী জানা। জন্মের পর থেকেই দু’হাত নেই। চিন্তায় ছিল পরিবার। ধীরে ধীরে বড় হয়ে ওঠে পার্বতী। একটু একটু করে শিখে নেন পা দিয়ে সমস্ত কাজ করা। শুধু দুই পায়ের জোরেই পার্বতী আজ অনেকের থেকে অনেকটা এগিয়ে।
পার্বতী জানান, ” জন্মের পর থেকে হাত ছাড়াই বড় হয়েছি। ছোটবেলা থেকেই বহু মানুষের গঞ্জনা শুনতে হয়েছে, অনেকেই বলত হাত ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু বাড়ির মা-কাকিমাদের দেখে পা দিয়ে কাজ করা শুরু করি। একটু একটু করে রপ্ত করি রোজের কাজগুলো। পা দিয়ে রুটি বানানো থেকে শুরু করে সেলাই মেশিন চালানো, বটিতে আনাজ কাটা-সহ দৈনন্দিন জীবনের সব কাজ করতে পারি। হাত ছাড়াই সাঁতার কাটতে শিখেছি। প্যারা অলিম্পিকসে স্বর্ণপদক পেয়েছি।”
advertisement
advertisement
বর্তমানে পার্বতী থাকেন নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিতে। সেখানে পাটের নানা ধরনের কাজ করছেন পার্বতী। পাশাপাশি বাগান পরিষ্কার-সহ মিউজিক্যাল ট্রুপের অক্টোপ্যাড বাজানোর মতো নানা কাজে পারদর্শী তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
December 02, 2025 3:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: জন্ম থেকেই দুটো হাত নেই, তবু জীবন জয়ের যুদ্ধে বাকিদের পিছনে ফেলে এগিয়ে তমলুকের পার্বতী
