কালনায় গঙ্গায় সক্রিয় মাটি মাফিয়ারা, জলপথে পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার
- Reported by:Saradindu Ghosh
- Published by:Teesta Barman
Last Updated:
দীর্ঘদিন ধরেই গঙ্গার পাড় থেকে অবৈধ উপায়ে অসাধু ব্যবসায়ীরা মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে। পুলিশের কাছে বারবারই এই অভিযোগ আসছিল বেশ কয়েক দিন ধরেই। পুলিশ এই এলাকায় অভিযান শুরু করেছিল।
#কালনা: কালনায় গঙ্গার মাটির বেআইনি কারবার বন্ধ করতে এবার উদ্যোগী হল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। কালনার গঙ্গার পাড় থেকে মাটি কেটে নেওয়া অভিযোগ দীর্ঘদিনের। দিনের পর দিন সকাল বা গভীর রাত পর্যন্ত দেদার মাটি কাটা চলে গঙ্গার পাড় বরাবর। অনেক সময় গঙ্গার বুকে জেগে ওঠা দ্বীপ থেকেও মাটি কাটা হয়। নৌকায় করে সেই মাটি নিয়ে আসা হয় নদী পাড়ে। এরপর ট্র্যাক্টার করে সেই মাটি পাচার করা হয়। দীর্ঘদিন ধরেই মাটি পাচার চক্রের সঙ্গে মাফিয়ারা জড়িত বলে অভিযোগ উঠছিল। এবার সেই বেআইনিভাবে গঙ্গার মাটি কেটে নেওয়া রুখতে তৎপর হল পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
এদিন কালনায় বেআইনি মাটিকাটা খতিয়ে দেখতে এসেছিলেন পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। জলপথে অন্যান্য আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি। মাটি কাটা বন্ধে ব্লু প্রিন্ট তৈরি উদ্দেশ্যেই এই পরিদর্শন বলে জেলা পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
কালনা থানার অন্তর্গত কালনা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে গুপ্তিপাড়া পর্যন্ত বিভিন্ন জায়গায় অবৈধ মাটি কাটার অভিযোগ রয়েছে। কোন কোন জায়গায় তা হচ্ছে, সেটি খতিয়ে দেখার জন্যই এদিন জলপথে এলাকা পরিদর্শনে গেলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। ছিলেন কালনার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য-সহ কালনার কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন: হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে রোগীর পরিবার, জরিমানা করল স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের
advertisement
দীর্ঘদিন ধরেই গঙ্গার পাড় থেকে অবৈধ উপায়ে অসাধু ব্যবসায়ীরা মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে। পুলিশের কাছে বারবারই এই অভিযোগ আসছিল বেশ কয়েক দিন ধরেই। পুলিশ এই এলাকায় অভিযান শুরু করেছিল। এবার এ দিন সশরীরে হাজির হন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার।
জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, বেআইনিভাবে কাটা মাটি বিভিন্ন ইট ভাটায় সরবরাহ করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে ঠিক তেমনি সরকারি রাজস্বে ফাঁকি পড়ছে। তাছাড়াও বিভিন্ন এলাকা ভাঙনের কবলে পড়ছে। তাই এর বিরুদ্ধে অভিযানে নামা হবে। তার আগে কোন কোন এলাকায় মাটির মাফিয়ারা সক্রিয়, তা খতিয়ে দেখা হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 15, 2022 12:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালনায় গঙ্গায় সক্রিয় মাটি মাফিয়ারা, জলপথে পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার










