Rash Yatra 2022|| আবারও উৎসব, এ বার রাস কার্নিভালের প্রস্তুতি, মাতোয়ারা পূর্বস্থলী

Last Updated:

East Bardhaman Purbasthali Rash Yatra 2022: কার্নিভালে প্রথম স্থানাধিকারীকে এক লক্ষ টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ৮০ হাজার টাকা ও তৃতীয় স্থানাধিকারীকে ৬০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

#পূর্বস্থলী: আবারও কার্নিভাল! এ বার রাস উৎসবকে কেন্দ্র করে কার্নিভালের ভাবনা পূর্বস্থলীতে। সেই কার্নিভালে দেওয়া হবে মোটা টাকা পুরস্কার। এলাকার বাসিন্দা মন্ত্রক স্বপন দেবনাথের এই প্রস্তাবে বিশেষ উৎসাহী পুজোর উদ্যোক্তারা। শুরু হয়েছে সেই রাস কার্নিভাল সফল করার প্রস্তুতি।
রাস উৎসবের জন্য বিখ্যাত পূর্বস্থলী। নবদ্বীপের রাস উৎসবের সঙ্গে পাল্লা দিয়ে চলে এখানের রাস পুজো। এলাকায় শতাধিক বারোয়ারি রাস পুজো হয়। সেই উৎসবের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার শ্রীরামপুর পঞ্চায়েত অফিসে। রাস উৎসব কমিটিগুলিকে নিয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। বিডিও দেবব্রত জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, নাদন ঘাট থানার ওসি মিঠুন ঘোষ।
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে সাবাড় হয়ে যাচ্ছিল বিঘের পর বিঘে ধান! ধান খেকো বিরল মাছের ভিডিও ভাইরাল
সেই বৈঠকেই পুজো কমিটি গুলিকে রাস কার্নিভাল করার প্রস্তাব দেন মন্ত্রী স্বপন দেবনাথ। এই প্রস্তাবে বিশেষ উৎসাহ দেখিয়েছেন পুজোর উদ্যোক্তরাও। জানা গিয়েছে পূর্বস্থলী ১ ব্লক কেন্দ্রীয় রাস উৎসব কমিটির পক্ষ থেকে এই কার্নিভাল করা হবে। কার্নিভালে প্রথম স্থানাধিকারীকে এক লক্ষ টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ৮০ হাজার টাকা ও তৃতীয় স্থানাধিকারীকে ৬০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে পুজো কমিটিগুলির জন্য মোট পাঁচ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করা হয়।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর মতোই পুজো কমিটিগুলিকে অনুমোদন নিতে হবে। বৃহস্পতিবার এক ছাদের তলায় পুজো কমিটি গুলিকে সেই সব অনুমতি দেওয়া হবে। অতীতে পূর্বস্থলী ১ নম্বর ব্লক ছিল শত শত টোল সাতশো ঘর পন্ডিতের বসবাস ছিল এখানে। চৈতন্য মহাপ্রভুর বাল্যশিক্ষা হয়েছিল এই অঞ্চলেই। তখন থেকেই এখানকার রাস উৎসব বিখ্যাত। বর্তমানে পুজো কমিটিগুলি এই পুজোয় লক্ষ লক্ষ টাকা খরচ করে।
advertisement
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত দর্শনার্থী রাস উৎসব দেখতে আসেন। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় এবার দুর্গা পুজো কার্নিভাল হয়েছিল। পূর্বস্থলীর রাস কার্নিভালে লক্ষ লক্ষ উৎসাহীর সমাগম হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
শরদিন্দু ঘোষ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rash Yatra 2022|| আবারও উৎসব, এ বার রাস কার্নিভালের প্রস্তুতি, মাতোয়ারা পূর্বস্থলী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement