East Bardhaman News || সিলেবাস শেষ করেননি শিক্ষকরা, অভিযোগ তুলে অভিভাবকদের বিক্ষোভ পূর্বস্থলীর স্কুলে
- Published by:Aryama Das
Last Updated:
East Bardhaman News : অভিভাবকরা বলেন, স্কুলের মধ্যেই শিক্ষকদের অনেকে ধূমপান করেন। তা থেকে কি শিক্ষা নেবে পড়ুয়ারা?
#পূর্ব বর্ধমান: পুজোর ছুটি পার করে একমাস পর স্কুল খুলেছিল। আর স্কুলে গিয়েই স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অনেককে আবার স্কুলে ঢুকতেও দেওয়া হলো না। স্কুলে পৌঁছে তাদের বাড়ির পথ ধরতে হলো। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিশ্বরম্ভা বিদ্যাপীঠ হাইস্কুলে এই ঘটনা ঘটেছে। শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বেশ কয়েকজন সময় মতো স্কুলে আসেন না এই অভিযোগ তুলে স্কুলের সামনে বিক্ষোভ দেখাল অভিভাবকদের একাংশ। তাঁদের এই প্রতিবাদ বিক্ষোভের জেরে বেশ কয়েক জন শিক্ষক-শিক্ষিকা এদিন স্কুলে ঢুকতে পারলেন না। স্কুলে এসেও তাঁরা বাড়ির পথ ধরতে বাধ্য হন।
advertisement
advertisement
বিক্ষোভে অংশ নেওয়া অভিভাবকদের দাবি, এই স্কুলের অনেক শিক্ষক-শিক্ষিকাই সময় মতো স্কুলে আসেন না। আবার স্কুল ছুটি হওয়ার অনেক আগেই তারা ট্রেন বাস ধরার জন্য বেরিয়ে পড়েন। এর ফলে ঠিকমতো ক্লাস হয় না। শিক্ষক-শিক্ষিকাদের সময়ে আসতে হবে। সব ক্লাস শেষ হলে তবেই স্কুল ছাড়তে পারবেন তাঁরা। তাঁদের এই ফাঁকি দেওয়ার প্রবণতায় স্কুলে পঠনপাঠন ব্যাহত হচ্ছে। সিলেবাস শেষ হচ্ছে না। এর আগেও বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনা হয়েছিল। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি। সেজন্যই এই পদক্ষেপ করতে হল। অভিভাবকরা বলেন, স্কুলের মধ্যেই শিক্ষকদের অনেকে ধূমপান করেন। তা থেকে কি শিক্ষা নেবে পড়ুয়ারা। এসব অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।
advertisement
এইসব অভিযোগ তুলেই এদিন বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় পূর্বস্থলী থানার পুলিশ। যদিও অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের দাবি, কিছুদিন আগে দুর্গাপুজোর চাঁদা চেয়েছিল স্থানীয় একটি পুজো কমিটি। তাঁদের দাবি মতো চাঁদা না দেওয়ার জন্যই রাগের বহিঃপ্রকাশ আজকের এই ঘটনা। যদিও চাঁদার কারনে এই ঘটনার কথা অস্বীকার করেছে অভিভাবকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2022 6:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News || সিলেবাস শেষ করেননি শিক্ষকরা, অভিযোগ তুলে অভিভাবকদের বিক্ষোভ পূর্বস্থলীর স্কুলে