East Bardhaman News: দাঁড়িয়ে থাকা লরির পিছনে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, পূর্ব বর্ধমানে মৃত ৩
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
শনিবার ভোররাতে পূর্ব বর্ধমানের জামালপুরের মুষুণ্ডা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
পূর্ব বর্ধমান: শনিবার ভোররাতে পূর্ব বর্ধমানের জামালপুরের মুষুণ্ডা এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুর্গাপুর থেকে কলকাতার একটি হাসপাতালে একজন রোগীকে নামিয়ে ফের দুর্গাপুরে ফিরে আসছিল অ্যাম্বুল্যান্স। সেই সময় মুষুণ্ডা ওয়াচ টাওয়ারের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি।
সূত্রের খবর প্রচণ্ড জোরে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক বিশ্বজিৎ চৌধুরী, সহকারী চালক বিধান রুইদাস এবং দুর্গাপুরের বাসিন্দা গৌতম দাসের। দুর্ঘটনায় আহত হন আরও তিনজন। তাঁদের উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গাড়ির মালিকের প্রতিবেশী অভিষেক চট্টোপাধ্যায় বলেন, মোট ৬ জন ছিলেন গাড়ির মধ্যে। তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্য তিনজনের মধ্যে একজনকে আঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরে পাঠানো হয়েছে। বর্ধমানের হাসপাতালে ভর্তি রয়েছে দু’জন, তাঁদের শারীরিক অবস্থা ভাল আছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভবত দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েন, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতায় অ্যাম্বুল্যান্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর লরির চালক গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্বভাবতই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2025 1:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: দাঁড়িয়ে থাকা লরির পিছনে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, পূর্ব বর্ধমানে মৃত ৩
