DVC water discharge Flood situation: বুধবারও বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি! পুজোর আগে বহু জেলায় ভয়াবহ বন্যার শঙ্কা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
West Bengal flood situation: বুধবারও বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি। এদিন সকালে দফায় দফায় জল ছাড়া হয় মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। যার জেরে পুজোর আগে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের একাধিক জেলায়।
কলকাতা: বুধবারও বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি। এদিন সকালে দফায় দফায় জল ছাড়া হয় মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। যার জেরে পুজোর আগে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের একাধিক জেলায়।
বুধবার সকালে ৭টা ১০ নাগাদ মাইথন জলাধার থেকে ৪০ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়। তার পরে আবার সকাল ১০টা ৪৫ নাগাদ মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়। এই সময়ে মাইথন থেকে ২০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়ার কথা জানানো হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির
অর্থাৎ দুই জলাধার থেকে বুধবার এখনও পর্যন্ত মোট ৩ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হল ডিভিসির তরফে। এই জল ছাড়ার জন্য বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায়। এর জেরে ইতিমধ্যেই রাজ্যে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। বেশ কিছু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার আরও কতটা জল ছাড়ে ডিভিসি দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 18, 2024 11:59 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
DVC water discharge Flood situation: বুধবারও বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি! পুজোর আগে বহু জেলায় ভয়াবহ বন্যার শঙ্কা