Duttapukur Local: দত্তপুকুর লোকালের মহিলা যাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি! অভিযুক্তকে পোস্টে বেঁধে দেদার গণধোলাই, তুলে দেওয়া হল রেল পুলিশের হাতে
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Duttapukur Local: জানা যাচ্ছে, দত্তপুকুর লোকাল তখনও ছাড়েনি। যাত্রীরা ট্রেনের মধ্যে বসে ছিলেন। সেই সময় ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জানলার পাশে বসে থাকা মহিলা যাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন বলে অভিযোগ।
দত্তপুকুর, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ দত্তপুকুর লোকালের মহিলা যাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ। হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি। প্রথমে তাঁকে পোস্টে বেঁধে রেখে মারধর করা হয়। এরপর ওই অভিযুক্ত ব্যক্তিকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা যাচ্ছে, দত্তপুকুর লোকাল তখনও ছাড়েনি। যাত্রীরা ট্রেনের মধ্যে বসে ছিলেন। সেই সময় ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জানলার পাশে বসে থাকা মহিলা যাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন বলে অভিযোগ। কয়েকজন মহিলা যাত্রী সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে ওই ব্যক্তিকে ধরে উত্তমমধ্যম দেন।
আরও পড়ুনঃ দিঘা ঘুরতে যাওয়ার আনন্দ এবার দ্বিগুণ! জগন্নাথ ধামে চালু হয়ে গেল বসে ভোগ খাওয়ার ব্যবস্থা, জেনে নিন বুকিং নম্বর
স্টেশনে থাকা যাত্রীদের সহযোগিতায় প্ল্যাটফর্মের উপরে তাঁকে বিদ্যুতের পোস্টে বেঁধে রেখে গণধোলাই চলে। সেই সঙ্গেই রেল পুলিশে খবর দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর অভিযুক্ত ব্যক্তিকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে এহেন ঘটনার পর থেকে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, দত্তপুকুর লোকালে চেপে রোজ যাতায়াত করেন বহু মানুষ। সেই যাত্রীদের মধ্যে মহিলাদের সংখ্যাটাও প্রচুর। এবার সেই ট্রেনের মহিলা যাত্রীদের দেখেই অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে বিদ্যুতের পোস্টে বেঁধে উত্তমমধ্যম দেওয়ার পর রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
December 02, 2025 9:05 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duttapukur Local: দত্তপুকুর লোকালের মহিলা যাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি! অভিযুক্তকে পোস্টে বেঁধে দেদার গণধোলাই, তুলে দেওয়া হল রেল পুলিশের হাতে

