South 24 Parganas News: দূষণ ঠেকাতে শহরের ভিতর থেকে সরিয়ে ফেলা হল ভ্যাট

Last Updated:

স্থানীয়রা এই ভ্যাটে ময়লা আবর্জনা ফেলতেন। যার ফলে দুর্গন্ধ ছড়াতো এলাকায়। সেই সঙ্গে স্টেডিয়ামে খেলতে আসা কিশোর-কিশোরীদের অসুবিধা হত

বন্ধ ভ্যাট
বন্ধ ভ্যাট
দক্ষিণ ২৪ পরগনা: বেশ কয়েকবছর ধরে ডায়মন্ডহারবার শহরকে দূষণমুক্ত করার চেষ্টা চালাচ্ছে পুরসভা। সেই লক্ষ্যে একাধিক প্রয়াস গ্রহণ করা হয়েছিল। এবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে নেতাজি স্টেডিয়ামের পাশে বন্ধ করা হল ময়লা ফেলার ভ্যাট।
আগে স্থানীয়রা এই ভ্যাটে ময়লা আবর্জনা ফেলতেন। যার ফলে দুর্গন্ধ ছড়াতো এলাকায়। সেই সঙ্গে স্টেডিয়ামে খেলতে আসা কিশোর-কিশোরীদের অসুবিধা হত। এই কথা জানতে পেরে ভ্যাট বন্ধ করার সিদ্ধান্ত নেয় ডায়মন্ডহারবার পুরসভা। এবার থেকে ভ্যাটের সামনে থাকবে ডাম্পার। সেখানেই ফেলতে হবে পরিত্যক্ত জিনিস‌। এরপর ডাম্পারগুলিকে নিয়ে যাওয়া হবে পুরসভার স্থায়ী ভ্যাট দোলনঘাটায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যাতে কেউ নিয়ম না ভাঙে সেই কারণে ওই স্থানে লাগানো হয়েছে সিসিটিভি। ডাম্পার ছাড়া ওই ভ্যাটে কেউ ময়লা ফেলছে কিনা তা দেখা হচ্ছে সবসময়। এরকম কাউকে করতে দেখলেই তাকে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। পুরসভার এই পদক্ষেপে খুশি স্থানীয়রা। এই জায়গা দিয়ে যেতে একসময় অসুবিধা হত তাঁদের। এবার থেকে আর দুর্গন্ধ সইতে হবে না। ইতিমধ্যে পুরোনো ভ্যাটটিকে ব্লিচিং পাউডার দিয়ে জীবানু মুক্ত করা হয়েছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দূষণ ঠেকাতে শহরের ভিতর থেকে সরিয়ে ফেলা হল ভ্যাট
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement