Durgapur News: হঠাৎ বিকট শব্দ, দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় ভয়াবহ বিস্ফোরণ! রক্তাক্ত অবস্থায় মিলল বৃদ্ধ, ভাঙল বাড়ির কাঁচও!

Last Updated:

Durgapur News: বাড়ির মধ্যেই চলছিল ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং-এর প্রক্রিয়া, আচমকাই ঘটল ভয়াবহ বিস্ফোরণ।

দুর্গাপুরে সিটি সেন্টারে ভয়াবহ বিস্ফোরণ
দুর্গাপুরে সিটি সেন্টারে ভয়াবহ বিস্ফোরণ
দীপিকা সরকার, দুর্গাপুর: বুধবার দুপুরে দুর্গাপুরের প্রাণকেন্দ্র হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে। ভয়াবহ শব্দে স্থানীয় কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে। আতঙ্কে এলাকাবাসী ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। ঘটনাস্থলে খুঁজতেই নজরে পড়ে একজন বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
এলাকাবাসী জানতে পারেন, অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে রিফিলিং করার সময়। তাতে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ওই ঘটনায় আহত হন এক বৃদ্ধ। ঘটনাস্থলে দুর্গাপুর থানার সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ আসে। ঘটনাস্থল খতিয়ে দেখা হয়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ম্যাক্সমুলার পথ এলাকায় এদিন দুপুরবেলা ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে একটি বেসরকারি ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং সংস্থা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। বুধবার ওই সংস্থায় ৫ জন কর্মী এক্সটিংগুইশার রিফিলিং সহ আনুষাঙ্গিক কাজে লিপ্ত ছিলেন। একটি অগ্নিনির্বাপক সিলিন্ডারে ওই সংস্থার কর্মী দেবরাজ সোম গ্যাস রিফিলিং করছিলেন। সেই সময় সিলিন্ডারটি হঠাৎ বিকট শব্দ করে বিস্ফোরণ হয়। বছর পঁয়ষট্টির দেবরাজবাবু বিস্ফোরণে গুরত্বর আহত হন। তাঁর সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়।
advertisement
সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দা ইন্দ্রাণী সেন জানান, ভয়াবহ শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের কম্পন এতটা জোড়াল ছিল, বাড়ি জানলার কাঁচ ভেঙে পড়ে। এলাকাবাসী সকলেই খুব আতঙ্কের মধ্যে আছে। ওই বেসরকারি সংস্থার কর্মী জালালউদ্দিন মিদ্দা জানান, ”আমাদের রাজ্য সরকারের দমকল বিভাগের অনুমোদিত কেন্দ্র এটা। একটি সিলিন্ডার পুরনো ছিল। রিফিলিং-এর সময় ফেটে গিয়েছে। একজন কর্মী আহত রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।” আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের এসিপি (দুর্গাপুর)  সুবীর রায় জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেছে। একজন আহত হয়েছেন। কোনও অভিযোগ দায়ের হয়নি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur News: হঠাৎ বিকট শব্দ, দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় ভয়াবহ বিস্ফোরণ! রক্তাক্ত অবস্থায় মিলল বৃদ্ধ, ভাঙল বাড়ির কাঁচও!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement