২ মাস ধরে জলমগ্ন, বাড়ছে পোকামাকড়ের উপদ্রব! চরম ভোগান্তিতে কাঁকসা বিডিও অফিসপাড়ার মানুষ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে তাঁদের এলাকা জলমগ্ন হয়ে রয়েছে
কাঁকসা, দুর্গাপুর, অর্পণ চক্রবর্তীঃ জলযন্ত্রণায় নাজেহাল রাজ্যের নানা প্রান্তের মানুষ। বহু জায়গায় দীর্ঘ সময় ধরে জল জমে রয়েছে। দুর্গাপুরের কাঁকসা বিডিও অফিস সংলগ্ন এলাকার বহু মানুষ যেমন দীর্ঘ দু’মাস ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে বৃষ্টির জলের কষ্টের থেকে বেশি তাঁদের ভোগাচ্ছে পিএইচই (PHE) জলের পাইপলাইন থেকে নির্গত জল।
এলাকাবাসীর অভিযোগ, পিএইচই-র যে জলের ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের পাইপ ফেটে গিয়েছে। সেই কারণে দীর্ঘ সময় ধরে তাঁদের এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। একদিকে জমা জলের সমস্যা, অন্যদিকে নিকাশি নালার সংস্কার নেই- দুইয়ের জেরে জল জমে থাকছে এলাকায়, বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। এতেই ক্ষোভ বাড়ছে স্থানীয়দের।
আরও পড়ুনঃ বৈদ্যবাটিতে কাজে এসে কেতুগ্রামের কিশোরের রহস্যমৃত্যু! সারা শরীরে…! চাঞ্চল্যকর দাবি পরিবারের
এলাকাবাসীর অভিযোগ, বিগত কয়েক মাস ধরে এই দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। পিএইচই থেকে কাঁকসার প্রশাসনের বিভিন্ন দফতরকে লিখিতভাবে জানানো হলেও সমস্যা মেটেনি।
advertisement
advertisement
চলতি বছর অতিবৃষ্টির জেরে রাজ্যের নানান জায়গায় জল জমে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে। কাঁকসা বিডিও অফিস সংলগ্ন এলাকার ক্ষেত্রে সমস্যা বাড়িয়েছে পিএইচই জলের পাইপলাইনের ফাটল। বিগত প্রায় দু’মাস ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বহু এলাকাবাসী। পিএইচই থেকে কাঁকসার প্রশাসনের বিভিন্ন দফতরকে লিখিতভাবে জানানো হলেও এই সমস্যা মেটেনি। ফলে দুর্ভোগের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাঁদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 9:45 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২ মাস ধরে জলমগ্ন, বাড়ছে পোকামাকড়ের উপদ্রব! চরম ভোগান্তিতে কাঁকসা বিডিও অফিসপাড়ার মানুষ