তাজমহলে ব্যবহার হয়েছে! বিখ্যাত মাকরানা পাথর দিয়ে বাংলায় তৈরি হচ্ছে দুর্গা মন্দির, কোথায় জানেন?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
এই পাথর নিজের গুণমান এবং সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত
পুরুলিয়া, শান্তনু দাসঃ রাজস্থানের ঐতিহ্যবাহী মাকরানা পাথর দিয়ে এবার পুরুলিয়ায় নির্মিত হচ্ছে দুর্গা মন্দির। এই পাথর নিজের গুণমান এবং সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত। তাজমহলের মতো ঐতিহাসিক স্থাপত্যেও এই মার্বেল পাথর ব্যবহৃত হয়েছে। এবার সেই মাকরানা পাথর দিয়েই পশ্চিমবঙ্গের জেলা পুরুলিয়ার রঘুনাথপুর শহরের তাঁতিপাড়ায় স্থায়ীভাবে নির্মিত হচ্ছে এক বৃহৎ দুর্গা মন্দির।
পুরুলিয়া জেলার মধ্যে এই প্রথম রাজস্থানের এই ঐতিহ্যপূর্ণ পাথর দিয়ে কোনও দুর্গা মন্দির নির্মিত হচ্ছে। জানা যাচ্ছে, এই মাকরানা পাথর শক্ত, স্বচ্ছ সাদা রঙের হয়। যুগ যুগ ধরে নিজের সৌন্দর্য ও স্থায়িত্বের জন্য বিখ্যাত এই পাথর। রাজস্থানের মরুপ্রান্তর পেরিয়ে এই পাথর যখন রঘুনাথপুরে পৌঁছয়, তখন থেকেই এই পাথর দেখতে ভিড় করেছে উৎসুক জনতা
advertisement
আরও পড়ুনঃ নতুন রূপে ডাঃ বি. সি. রায় জেনারেল হাসপাতাল! চালু হল একগুচ্ছ পরিষেবা, কী কী সুবিধা মিলবে?
তাঁতিপাড়া ষোলআনা কমিটির উদ্যোগে নির্মিত হওয়া এই দুর্গামন্দির একদিকে যেমন পুরুলিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় আবেগকে আরও দৃঢ় করবে তেমনই পর্যটকদের আকৃষ্ট করতেও বড় ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। অন্যদিকে রাজস্থানের ঐতিহ্যপূর্ণ পাথর এনে রঘুনাথপুর শহরে এমন একটি দুর্গা মন্দির তৈরি করার জন্য তাঁতিপাড়া ষোলআনা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রঘুনাথপুর শহরের তাঁতিপাড়ায় নির্মিত হওয়া এই দুর্গা মন্দির শুধু একটি ধর্মীয়স্থানই নয়, বরং এটি হয়ে উঠবে স্থাপত্যশিল্পের এক অনন্য নিদর্শন ও একটি পর্যটনস্থল। মার্বেল পাথরের সূক্ষ্ম কারুকার্য, ঐতিহ্যবাহী নকশা এবং স্থায়িত্ব- সব মিলিয়ে মন্দিরটি হবে আভিজাত্য ও শিল্পকলার এক বিস্ময়কর মিলন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 4:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তাজমহলে ব্যবহার হয়েছে! বিখ্যাত মাকরানা পাথর দিয়ে বাংলায় তৈরি হচ্ছে দুর্গা মন্দির, কোথায় জানেন?