নতুন রূপে ডাঃ বি. সি. রায় জেনারেল হাসপাতাল! চালু হল একগুচ্ছ পরিষেবা, কী কী সুবিধা মিলবে?
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
আধুনিক রূপে আত্মপ্রকাশ করল ডাঃ বি. সি. রায় জেনারেল হাসপাতাল
নিউ ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ নিউ ব্যারাকপুরে আধুনিক রূপে আত্মপ্রকাশ করল ডাঃ বি. সি. রায় জেনারেল হাসপাতাল। অবশেষে বাস্তব রূপ পেল নিউ ব্যারাকপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এদিন নতুন রূপে চালু হল হাসপাতালের পরিষেবা। আধুনিক চিকিৎসা ও উন্নত পরিকাঠামো নিয়ে হাসপাতালটি এবার হয়ে উঠল উত্তর ২৪ পরগনা জেলার পাশাপাশি নিউ ব্যারাকপুর-মধ্যমগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়ার অন্যতম এক ঠিকানা।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, এদিন থেকে একাধিক পরিষেবা চালু হচ্ছে। এর মধ্যে রয়েছে ২৪ ঘণ্টা জরুরি বিভাগ, আই.সি.সি.ইউ ও এইচ.ডি.ইউ, ফ্যাকো মেশিনের সাহায্যে স্বল্প খরচে চক্ষু অপারেশন, বার্ন ইউনিট ও এইচ.আই.ভি ইউনিট। পাশাপাশি শীততাপ নিয়ন্ত্রিত পুরুষ ও মহিলা কেবিন, অস্থি প্রতিস্থাপন ব্যবস্থা, নিউরো সার্জারি বিভাগ, উন্নতমানের ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, ইউ.এস.জি, পেসমেকার প্রতিস্থাপন, কাউন্সেলিং সেন্টার এবং আধুনিক গাইনোকলজি চিকিৎসাও মিলবে।
advertisement
আরও পড়ুনঃ কয়লা খনিতে মর্মান্তিক দুর্ঘটনা! কর্মরত অবস্থায় মৃত্যু শ্রমিকের, অসুস্থ আরও ৪
হাসপাতালের এই আধুনিকীকরণে বিশেষ ভূমিকা নিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য্য। হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনাতেও একাধিক পরিষেবা থাকছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ভবন নির্মাণ, সিটি স্ক্যান ও ক্যাথ ল্যাব চালু, লাইফ সেভিং অ্যাম্বুলেন্স পরিষেবা এবং ডায়ালিসিস ইউনিট।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের মতে, এতদিন উন্নত চিকিৎসার জন্য নিউ ব্যারাকপুরের মানুষকে দূরে যেতে হত। এখন এই হাসপাতালই সকলের ভরসা হয়ে উঠবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 20, 2025 3:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নতুন রূপে ডাঃ বি. সি. রায় জেনারেল হাসপাতাল! চালু হল একগুচ্ছ পরিষেবা, কী কী সুবিধা মিলবে?









