'মারকাটারি ব্যাটিং', পুজো নষ্ট করার খেলায় মেতেছে বৃষ্টি! মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগে মঞ্চ জলের তলায়

Last Updated:

Durga Puja Weather : রাতভর টানা বৃষ্টিতে বিপাকে বারুইপুরের ভাই ভাই ক্লাবের পুজো। এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগে উদ্বোধনী মঞ্চ কার্যত চলে গিয়েছে জলের তলায়।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা : কয়েকমাসের পরিশ্রম। কিন্তু সব শেষ হয়ে যাওয়ার মুখে। পুজো মাটি করে দেওয়ার খেলায় মেতেছে বৃষ্টি। রাতভর টানা বৃষ্টিতে বিপাকে বারুইপুরের ভাই ভাই ক্লাবের পুজো। এই পুজো চলতি বছরে ৫৬ তম বর্ষে পা রেখেছে। এদিন মঙ্গলবার এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই জল জমল মণ্ডপের সামনে। উদ্বোধনী মঞ্চ কার্যত চলে গিয়েছে জলের তলায়।
উদ্যোক্তাদের একাংশ জানাচ্ছেন, গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন প্রান্তে জল জমছে। পুজো মণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে তাঁরা চিন্তিত হয়ে পড়ছেন। এইভাবে বৃষ্টি চলতে থাকলে পুজো মাটি হয়ে যাবে বলেই মনে করছেন তাঁরা।
আরও পড়ুন : মানুষকে নিয়ে ‘ছেলেখেলা’ শুরু করেছে বৃষ্টি! দ্বিতীয়াতেই অবস্থা খারাপ হাওড়ার! পুজোর পাকা ধানে মই
পুজোর উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই উৎসাহ ছিল তুঙ্গে। মণ্ডপসজ্জা থেকে প্রতিমা, আলো – সবকিছুই প্রায় তৈরি। কিন্তু হঠাৎ বৃষ্টির জেরে উদ্যোক্তাদের মাথায় হাত। স্থানীয় বাসিন্দাদের কথায়, বেশ কয়েকমাস ধরে বৃষ্টি চলছে। ফলে মানুষের দুর্ভোগ বেড়েছে। এমন অবস্থায় পুজোর মুখে বৃষ্টি সমস্যা বাড়িয়েছে আরও।
advertisement
advertisement
আরও পড়ুন : জিএসটি নম্বরে কোটি টাকার লেনদেন, বকেয়া কয়েক লক্ষ টাকা! ফলতায় মুদি ব্যবসায়ীর মাথায় হাত
উল্লেখ্য, নিম্নচাপের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মারকাটারি ব্যাটিং করছে বৃষ্টি। ফলে উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ২৪ ঘণ্টা এই নিম্নচাপ একই অঞ্চলে সক্রিয় থাকবে বলে অনুমান করা হচ্ছে। তবে তার পর ধীরে ধীরে এর প্রভাব কমে আসবে এবং এটি দুর্বল হয়ে যাবে। যে কারণে সকলকে এই সময়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'মারকাটারি ব্যাটিং', পুজো নষ্ট করার খেলায় মেতেছে বৃষ্টি! মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগে মঞ্চ জলের তলায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement