Durga Puja Travel 2021|| পুজোয় একেবারে নিরিবিলি কোথাও বেড়াতে যেতে চান? ঘুরে আসুন পলাশবাসিনি-দ্বারবাসিনী মন্দির

Last Updated:

Birbhum Palashbasini & Dwarbasini Temple tour: পলাশবাসিনি ছাড়িয়ে যদি আর একটু গ্রামের দিকে যাওয়া যায় তবে দেখা যাবে দ্বারবাসিনী মন্দির। যদিও এলাকার মানুষ বলে পালাশবাসীনি ও দ্বারবাসিনী নাকি দুই বোন।

পুজোয় ঘুরে আসুন পলাশবাসিনি-দ্বারবাসিনী মন্দির ।
পুজোয় ঘুরে আসুন পলাশবাসিনি-দ্বারবাসিনী মন্দির ।
#শান্তিনিকেতন: সামনেই বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো (Durga Puja 2021)। আর পুজো মানেই ভ্রমনপ্রিয় বাঙালির ঘুরতে যাওয়া। কিন্তু পুজোর সময় সেজেগুজে খুব একটা দূর নয় কাছেপিঠে ঘুরতেই ভালবাসে বাঙালি। তবে বীরভূমের কাছে পিঠে বাঙালীর ঘুরতে যাওয়ার সুন্দর জায়গা বলতে কী কী রয়েছে।
সিউড়ি (Suri) থেকে একটু এগোতেই ১৯ কিলোমিটার দূরেই রয়েছে বক্রেশ্বর। সেখানে রয়েছে উষ্ণপ্রসবণ ও শিবমন্দির বক্রেশ্বর ছাড়িয়ে আর একটু দুবরাজপুরের দিকে যেতেই পড়বে মামা-ভাগ্নে পাহাড় সেখানেও রয়েছে ছোটো ছোটো অনেক পাহাড় ও পাহাড়ের ওপরের মনোরম পরিবেশ। তারপর একটু রামপুরহাটের (Rampurhat)  দিকে যেতেই পড়বে পীঠস্থান তারা মায়ের মন্দির তারাপীঠ (Tarapith)। তারপর যদি মহম্মদ বাজারের দিকে গিয়ে একটু গ্রামের রাস্তায় যাওয়া যায় তবে প্রথমেই পাব পলাশবাসিনির দুর্গা মন্দির। যে মন্দিরে পুজো হলেও মন্দিরে নেই কোনও ছাউনি।
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোর ছুটিতে ঘুরে আসুন 'সুন্দরী' সাতকোশিয়া, রইল বেড়ানোর সমস্ত খুঁটিনাটি...
পলাশবাসিনি ছাড়িয়ে যদি আর একটু গ্রামের দিকে যাওয়া যায় তবে দেখা যাবে দ্বারবাসিনী মন্দির। যদিও এলাকার মানুষ বলে পালাশবাসীনি ও দ্বারবাসিনী নাকি দুই বোন। এই জায়গাগুলো পেরিয়ে যদি একটু ঝাড়খণ্ড বর্ডারের দিকে যায় তবে সেখানকার অপূর্ব প্রাকৃতিক পরিবেশ যেন মুগ্ধ করবে। যদিও সেখানে রয়েছে ম্যাসঞ্জর ড্যাম্প, তা দেখতেই ভিড় জমায় পর্যটকের একাংশ। সেখান ছাড়িয়ে যদি আবার একটু রাজনগরের দিকে যায় তবে সেখানে দেখার সুযোগ হবে জলের মাঝে রাজবাড়ি।
advertisement
আরও পড়ুন: পুজোয় একেবারে অন্যরকম বেড়ানোর প্ল্যান চান? ডেস্টিনেশন হোক 'মৌসুনি দ্বীপ'
সেখান থেকে এগিয়ে তাতশোলের দিকে যেতে পাব সিদ্ধেশ্বরী নদী। আবার যদি একটু ধার্মিকস্থানের দিকে যেতে মন চায় তবে যাওয়া যেতে পারে নলহাটির নলহাটেশ্বরী মন্দির। যেই মন্দিরের ভেতর রয়েছে বেশ রহস্য। তাই রহস্যপূর্ণ এই স্থান হতে পারে ভ্রমণপ্রিয় মানুষদের জন্য দারুন পর্যটককেন্দ্র। এ ছাড়াও রয়েছে সাইথিয়ার নন্দেকেশ্বরীর মন্দির। যেখানে গেলে দেখতে পাব মন্দিরের সঙ্গে সুন্দর গাছের সারি।
advertisement
সুপ্রতিম দাস 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Travel 2021|| পুজোয় একেবারে নিরিবিলি কোথাও বেড়াতে যেতে চান? ঘুরে আসুন পলাশবাসিনি-দ্বারবাসিনী মন্দির
Next Article
advertisement
Nadia News: তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
  • নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ যোগ দিল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ।

VIEW MORE
advertisement
advertisement