Durga Puja Travel 2021|| পুজোর ছুটিতে ঘুরে আসুন 'সুন্দরী' সাতকোশিয়া, রইল বেড়ানোর সমস্ত খুঁটিনাটি...

Last Updated:

Satkosia Travel Guide: ওড়িষার (Odisha) কটক, বৌধ, নয়াগড় ও অঙ্গুল ৪ জেলায় প্রায় ১০০০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত সাতকোশিয়া অভয়ারণ্য (Satkosia Tiger Reserve)। হাতী, বাঘ, সম্বর, স্পটেড ডিয়ার, চৌশিঙা, বার্কিং ডিয়ার, লেপার্ড এদের বাসভূমি সাতকোশিয়ার জঙ্গলগুলি।

#সাতকোশিয়া: জঙ্গল, পাহাড় ও নদী সব আছে, পুজোর ছুটিতে সুন্দরী সাতকোশিয়া ছাড়া আর কোথায় যাবেন! ওড়িষার (Odisha) কটক, বৌধ, নয়াগড় ও অঙ্গুল ৪ জেলায় প্রায় ১০০০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত সাতকোশিয়া অভয়ারণ্য (Satkosia Tiger Reserve)। ওড়িশা ইকো-ট্যুরিজমের (Odisha Eco-Tourism) সৌজন্যে বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে নেচার ক্যাম্প। তবে জঙ্গল, পাহাড় ও নদীর কাছাকাছি হওয়ার জন্য লবঙ্গীর জঙ্গল সংলগ্ন 'টিকরপাড়া নেচার ক্যাম্প' অতিরিক্ত জনপ্রিয়তা পেয়েছে। দু-পাশে পূর্বঘাট পাহাড়, মাঝখান দিয়ে সাতক্রোশ বা ২২ কিলোমিটার পথ মহানদী বয়ে চলেছে। তাই এই অভয়ারণ্যর নাম 'সাতকোশিয়া'। সারাবছরই যাওয়া যায় তবে শীতকাল সাতকোশিয়া বেড়ানোর আদর্শ সময়।
advertisement
advertisement
সাতকোশিয়া গর্জ স্যাঙচুয়ারী শুরু হয় ১৯৭৬ সালে। ২০০৭ সালে তা অন্তর্ভুক্ত করা হয় সাতকোশিয়া টাইগার রিজার্ভের আওতায় । আঙ্গুল, কটক, নয়াগড় আর বৌধ। এই চার জেলা ছুঁয়ে বয়ে গেছে মহানদী। এই অঞ্চলটাই সাতকোশিয়া। প্রায় হাজার বর্গ কিমি এই অঞ্চলের সাড়ে পাঁচশ বর্গ কিমি প্রধান অঞ্চল (Core Area)। আর পুরো টাইগার রিজার্ভ ধরে ছড়িয়ে আছে বেশ কিছু নেচার ক্যাম্প। হাতী, বাঘ, সম্বর, স্পটেড ডিয়ার, চৌশিঙা, বার্কিং ডিয়ার, লেপার্ড এদের বাসভূমি সাতকোশিয়ার জঙ্গলগুলি।
advertisement
কীভাবে যাবেন? 
*ট্রেন: হাওড়া থেকে ট্রেনে কটক বা অঙ্গুল। এরপর কটক থেকে গাড়ীতে টিকরপাড়া (২০০ কিমি, প্রায়) এবং অঙ্গুল থেকে গাড়ীতে ৬০ কিমি।
*গাড়ি: কলকাতা থেকে গাড়িতে গেলে NH16 ধরে বালাসোর, ভদ্রক হয়ে কটকের ১৩কিমি আগে মঙ্গলু চক থেকে NH55 ধরে অঙ্গুল। সেখানে স্থানীয় যে কাউকে জিজ্ঞেস করলেই টিকরপাড়ার যাওয়ার নির্দেশ মিলবে। এ ছাড়া রাস্তার পাশে বোর্ড রয়েছেই। কলকাতা থেকে টিকরপাড়ার দুরত্ব ৬০০কিমি প্রায়। ভুবনেশ্বর থেকে ৩ ঘণ্টার রাস্তা।
advertisement
কোথায় থাকবেন?
*OFDC Nature Camp এর বুকিং অনলাইনে করা হয়। নিজস্ব ওয়েবসাইট আছে ওড়িশা ট্যুরিজমের (www.ecotourodisha.com)। টেন্টে দু-জনের থাকা ও খাওয়া সমেত খরচ প্রতিদিন ৩০০০টাকা মতো। পরপর সাজানো ১২টি টেন্ট রয়েছে। এ ছাড়া পাহাড়ের ঢালে কটেজ আর টেন্ট রয়েছে। বালির ওপর ডাইনিং রুম সুন্দর সাজানো।
advertisement
*Chotkei Nature Camp-এ  প্রতিদিন ২ জনের খরচ ২৫০০ টাকার মতো। রিসোর্ট থেকে মাত্র ৮০০ মিটার দূরেই রয়েছে মহানদী ।
*'হিল ভিউ রিসোর্ট' রয়েছে কমলাডিহাতে। সদ্য হওয়ায় রিসোর্টে রয়েছে মোট দশটি ঘর।
কোথায় কোথায় ঘুরবেন?
*Dwonzhora Waterfalls: সুন্দর এই জলপ্রপাতটি ৮০০ মিটারের মতো ট্রেক করে পৌঁছতে হয়। একটি ড্যাম রয়েছে, যার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম।
advertisement
*মহানদীতে বোটিং করতে পারেন। এক ঘণ্টা বোটিং করতে লাগে কম-বেশি ৭০০ টাকা। স্পিড বোটে করে যেতে হবে। যাত্রাপথের প্রচুর কুমির কচ্ছপ, রংবেরঙের পাখি দেখতে পাওয়া যাবে। এ ছাড়াও একাধিক ঘোরার জায়গা রয়েছে। সঙ্গে রয়েছে মন খুলের প্রকৃতিকে উপভোগের ১০০ শতাংশ সুযোগ।
শুভাগতা দে
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Travel 2021|| পুজোর ছুটিতে ঘুরে আসুন 'সুন্দরী' সাতকোশিয়া, রইল বেড়ানোর সমস্ত খুঁটিনাটি...
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement