Durga Puja Traffic Restrictions: পুজোয় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ পুলিশের, বেঁধে দেওয়া হল সময়সীমা! জানুন খুঁটিনাটি
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
আনন্দের এই উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়তে প্রশাসনের পক্ষ থেকে আজ থেকেই রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণের ওপর নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ।
দুর্গাপুর, দীপিকা সরকার: দেখতে দেখতে চলেই এল বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আজ তৃতীয়া। ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিগ বাজেটের পুজোগুলির উদ্বোধনও শুরু হয়ে গিয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে সমগ্র জেলায় প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। আনন্দের এই উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়তে প্রশাসনের পক্ষ থেকে আজ থেকেই রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণের ওপর নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানান হয়েছে, আসন্ন দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো উপলক্ষ্যে ঝাড়খন্ড সহ অন্যান্য রাজ্য থেকে আসা কলকাতাগামী সমস্ত পণ্যবাহী গাড়ির ওপর একটি নির্দিষ্ট সময়ের জন্য ‘নো এন্ট্রি’ আরোপ করা হবে। পুজোর কোন কোন দিন কতক্ষণের জন্য বন্ধ থাকবে যান চলাচল জেনে নিন…
আরও পড়ুন: হলটা কী হুগলিতে! পুজোর মুখে নয়া আতঙ্ক, রাতের ঘুম উড়ছে শ্রীরামপুরের ‘এই’ এলাকার বাসিন্দাদের
advertisement
advertisement
২৫ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত দুপুর ১২টা ১৫ থেকে রাত্রি ২টা ৩০ পর্যন্ত ঝাড়খন্ড সহ অন্যান্য রাজ্য থেকে আসা কলকাতাগামী সমস্ত পণ্যবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকবে। ৩০ তারিখ অর্থাৎ মহানবমীর দিন কুমারী পুজো উপলক্ষে ভোর ৫ টা থেকে দুপুর ১২টা ১৫ পর্যন্ত ওই গাড়িগুলির যাতায়াত বন্ধ থাকবে। এরপর ১ অক্টোবর ফের দুপুর ১২টা ১৫ টা থেকে ০২ তারিখ রাত্রি ২টা ৩০ পর্যন্ত নো এন্ট্রি থাকবে রাস্তায়। ২ অক্টোবর থেকে আবার ৫ অক্টোবর পর্যন্ত দুপুর ১২টা ১৫ রাত্রি ২টা ৩০ পর্যন্ত প্রতিমা বিসর্জনের জন্য কলকাতা অভিমুখে সমস্ত রকম মালবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লক্ষ্মী প্রতিমা বিসর্জনের নির্ধারিত সময় ধার্য করা হয়েছে ৭ তারিখ দুপুর ১২টা ১৫ টা থেকে ৯ তারিখ রাত্রি ২টা ৩০ পর্যন্ত। এই সময় ঝাড়খণ্ড থেকে কলকাতার দিকে যাওয়া মালবাহী গাড়ি ঝাড়খণ্ড বাংলা সীমানা ডুবুরডিহিতে আটকান হবে। মালবাহী গাড়ির চালকদের উদ্দেশ্য জানান হয়েছে তারা যেন উপরোক্ত তারিখ ও সময় মেনে তাদের গাড়ি চালনা করেন এবং নিকটবর্তী কোনও পার্কিং, হোটেল অথবা ধাবাতে আশ্রয় নেন।
advertisement
পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দেওয়া জরুরী পরিষেবার গুরুত্বপূর্ণ কিছু ফোন নম্বর
- পুলিশ কন্ট্রোল রুম: 8116604400/0341 2250298/0341- 2250347
- ট্রাফিক কন্ট্রোল রুম: 8116604402/0341-2257700
- অ্যাম্বুলেন্স: ৮৯১৮৪২২৭৮১/৮১৭০০০২৪০/৯০০২৭০০৬২৮/৯৭৪৯৮৬১৭৩৫
- আসানসোল জেলা: 0341-2304040
- দুর্গাপুর মহকুমা হাসপাতাল: 8900567962
- দমকল বিভাগ: ০৩৪১-২৩০৪৫০৫/০৩৪১-২৩০৪৫০৬/০৩৪১-২৫২৪২৫৫
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
September 25, 2025 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Traffic Restrictions: পুজোয় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ পুলিশের, বেঁধে দেওয়া হল সময়সীমা! জানুন খুঁটিনাটি